X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতা স্মরণ ৭১-২১’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:৩২

২০২১ সালে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর। এই তাৎপর্যময় সময়কে ধারণ করতে বার্মিংহ্যাম মিউজিয়ামস বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠামালার। যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার তাৎপর্য অন্বেষণে দর্শক-শ্রোতা আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ৫০ শীর্ষক অনুষ্ঠানমালায় ১৯৭১-২০২১ পর্যন্ত কালের নিরীক্ষণ সূচিত হবে এ-বছর বসন্তে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী দিলারা বেগম জলি ও রুবাইয়াত হোসেন নির্মিত দুটি চলচ্চিত্রের ডিজিটাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে। গত পঞ্চাশ বছরে নারীর অবস্থান ও নারী-স্বাধীনতার প্রেক্ষিত এই দুটি চলচ্চিত্রে নতুন আঙ্গিকে ফুটে উঠেছে। গ্রীষ্মে (Summer) ফাউন্ড ইমেজের নির্ণয় ও ব্যাখ্যা নিয়ে বারমিংহ্যামে আউটডোরে প্রদর্শিত হচ্ছে বিশিষ্ট শিল্পী  মোস্তফা জামানের ‘লস্ট মেমোরি এটারনালাইজড' শীর্ষক নিরীক্ষার্ধমী আলোকচিত্রমালা। প্রদর্শনীটি একাধারে ডিজিটাল মাধ্যমেও চলবে। 

বার্মিংহ্যাম মিউজিয়ামস ট্রাস্টের কিউরেটোরিয়েল ও এক্সিবিশন্স ম্যানেজার রেবেকা ব্রিজম্যান এ-প্রসঙ্গে বলেন, ‘বার্মিংহ্যামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গভীর সংযোগ রয়েছে। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী জনগোষ্ঠি আছেন যাদের মধ্যে অনেকেই যুদ্ধের সময় দেশের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। 

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে আমরা ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে ‘বাংলাদেশ ৫০’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা উপস্থাপিত অনুষ্ঠানমালা একাত্তরের মুক্তিযুদ্ধ কীভাবে বাংলাদেশের মানুষকে উদ্দীপিত করেছিল, বিশেষ করে সে-সময়ে নারীর অবস্থান, অধিকার অর্জন ও সংগ্রাম, এবং কালের প্রবাহে তার যে-স্বরূপ নির্মিত হয়েছে তা অন্বেষণে সহায়ক হবে।’

এপ্রসঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যৌথ আয়োজনের মধ্য দিয়ে আমরা চলচ্চিত্র ও আলোকচিত্রে নতুন কিছু আখ্যান উপস্থাপন করতে সমর্থ হয়েছি যা দর্শককে উদ্দীপিত ও অনুসন্ধিৎসু করে তুলবে এবং স্বাধীনতা, স্বত্ত্বা ও আগামীর সম্ভাবনা নিয়ে নতুন এক উপলব্ধি সঞ্চার করবে। 

অনুষ্ঠানমালার সূচনা হয় ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে। প্রথম আয়োজন হিসেবে ডিজিটাল মাধ্যমে চিত্রায়িত হয়েছে শিল্পী দিলারা বেগম জলি নির্মিত ডকুমেন্টারি ফিল্ম ‘জঠরলীনা’। এটি জলির প্রথম ছবি এবং এতে উঠে এসেছে বৈষম্য, আঘাত এবং নারীস্বত্ত্বা নিয়ে শক্তিশালী বক্তব্য।

গতকাল প্রদর্শিত হয়েছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। আজ অনুষ্ঠিত হয়েছে ‘ওমেন্স আইডেন্টিটিস ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ডায়াসপোরা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!