X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে হকারদের বসতে দেওয়ার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৩:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:২৩

লকডাউনের মধ্যেই সড়কে বসে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কর্মহীন হকাররা। পাশাপাশি বাঁশখালিতে গুলি করে শ্রমিক হত্যার বিচার চেয়েছেন তারা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশের আগের পল্টন মোড় থেকে হকাররা বিক্ষোভ মিছিলসহ প্রেসক্লাবের সামনে আসেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে স্বাস্থ্যবিধি মেনে হকারদের ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান। তা না হলে হকাররা নিজ থেকে সড়কে ব্যবসা শুরু করবেন বলেও জানান তারা।

সংগঠনের উপদেষ্টা জলি তালুকদার বলেন, ‘ঢাকায় খেতে না পেরে অনেক হকার বেকার হয়ে গ্রামে চলে গেছেন। এই লকডাউনের কারণে হকাররা বেকার হয়ে পড়েছেন। সরকার হকারদের নিয়ে তামাশা শুরু করেছে।’ রাজধানীতে হকারদের বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘সরকার তুমি কোন পক্ষ নিয়েছো? যারা আমাদের শ্রমিকের শ্রমের টাকায় বড় লোক হয়ে বিদেশে অর্থ প্রাচার করছে, তুমি তাদের পক্ষ নিয়েছে? সরকার তুমি কোনও শ্রমিককে খাদ্য সহায়তা দাওনি।’

তিনি বলেন, ‘আজ বাঁশখালিতে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। কিন্তু কোনও বিচার করা হয়নি। আপনাদের শ্রমিক হত্যার জন্য কাঠ গড়ায় দাঁড় করানো হবে।’

এই শ্রমিক নেত্রী বলেন, ‘ঢাকায় দুই লাখ হকার রয়েছে। কিন্তু তাদের পাশে আপনারা নেই। আজ হকাররা না খেয়ে মরে। কিন্তু কোনও এমপি-মন্ত্রী-সরকারি কর্মকর্তারা তো না খেয়ে মরছে না। আমাদের দাবি- ঈদও রমজানে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত হকার ব্যবসা করতে দিতে হবে।’

সংগঠনের সভাপতি আবুল হোসেন কবীর বলেন, ‘রাস্তা থেকে যদি আপনাদের উঠিয়ে দিতে আসে তখন আপনারা বলবেন, আমাকে খাবার দে, তাহলে বাসায় চলে যাবো। না হয় ব্যবসা করতে দে। সরকার বিভিন্ন সংগঠনকে প্রণোধনা দিচ্ছে। কিন্তু হকাররা কোনও সহযোগিতা পায়নি। আমরা হকাররা বেকার হয়ে পড়েছি। আমরা বাসা ভাড়া দিতে পারি না। আমরা ১৫ দিন অপেক্ষা করেছি। আমাদের আর পরিবার চলে না। লকডাউন চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমাদের আর উপায় নাই।‘

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ