X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢামেকে করোনা রোগীর চাপ কমেছে, তবে খালি নেই আইসিইউ

আমিনুল ইসলাম বাবু
২২ এপ্রিল ২০২১, ১৯:৪১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:৪১

বৃহস্পতিবার বিকাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে গিয়ে দেখা যায় করোনা রোগী ভর্তি ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট আছে কিনা বা অক্সিজেন সংকট রয়েছে কিনা তা চেক করা হচ্ছে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র দেখে ভর্তি দেওয়া হচ্ছে।

করোনা সন্দেহে বা করোনা পজিটিভ জরুরি রোগীর জন্য গত সপ্তাহে যেখানে একটি বেড পাওয়া কঠিন ছিল, এখন সেখানে অনায়াসে ভর্তি হওয়া যাচ্ছে। এখন বেড আছে ৭৫০টি। আজ (২২ এপ্রিল) ভর্তি রয়েছে ৫৫৮ জন রোগী। খালি আছে প্রায় ২০০ বেড। তবে আইসিইউ খালি থাকছে না।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে সরেজমিনে ঢামেকের নতুন ভবনের ভর্তির রেজিস্ট্রার সূত্র থেকে জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত ২৮ জন রোগী ভর্তি করা হয়েছে।

যে রোগীরা ভর্তি রয়েছে, তাদের অনেকেরই পরে আইসিইউর প্রয়োজন হয়। অপরদিকে আইসিইউতে চিকিৎসাধীন কারও অবস্থা ভালো হচ্ছে, কেউ মারা যাচ্ছেন। বেড খালি হলে তাতে ভর্তি হওয়া রোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কারণেই আইসিইউ খালি থাকছে না। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান।

সংক্রমণ বাড়লেও হাসপাতালে চাপ কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে রোগী দ্রুত সুস্থ হচ্ছেন। এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া শতাধিক হাই ফ্লো মেশিন রয়েছে। যা নরমাল বেডে থাকা রোগীরাও পাচ্ছে।

তিনি আরও বলেন, যে রোগীদের অক্সিজেন সংকট হচ্ছে না, তারা চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিতে পারেন। হাসপাতালে আসার প্রয়োজন নেই।

অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের জন্য সেখানে রয়েছে এক শ’ বেড। ভর্তি রয়েছেন ১৫ জন।

/ইউআই/এফএ/
সম্পর্কিত
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী