X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ঠাঁই নেই, তাঁবু খাটিয়ে চলে ডায়রিয়া রোগীদের চিকিৎসা

বরিশাল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ০০:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:১৬

বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীর যেন ঢল নেমেছে। লকডাউন, করোনা সব কিছুকে ছাপিয়ে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলা-উপজেলার সব হাসপাতালে এখন ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বেশি।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বিছানায় জায়গা না পেয়ে রোগীতে ভরে যাচ্ছে মেঝে ও বারান্দা। তাতেও জায়গা না হওয়ায় হাসপাতাল ভবনের নিচে তাঁবু টাঙিয়ে দেওয়া হচ্ছে রোগীদের চিকিৎসা। রোগীর এমন ভিড় ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলা সদর হাসপাতালেও। উপজেলা হাসপাতালগুলোতেও রোগী আসছে আর আসছেই। প্রতিদিন হাজার হাজার রোগীকে প্রতিটি জেলায় দিতে হচ্ছে আউটডোরে চিকিৎসা। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দু’জন রোগীর মৃত্যুও হয়েছে। আর এ বছর বরিশাল বিভাগে এখন পর্যন্ত ডায়রিয়ায় মারা গেছেন ৮ জন। হাসপাতালে রোগীর সঙ্গে থাকতে এসে তার সাহায্যকারীরাও আক্রান্ত হচ্ছেন।  বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার প্রকোপ এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির উপস্থিতির কারণে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। ঝালকাঠির সিভিল সার্জন আশঙ্কা প্রকাশ করেছেন, তীব্র গরমে শরীর থেকে পানি বের হয়ে যাওয়া, না ধুয়ে মৌসুমী ফল খাওয়া, অপরিপক্ব কাঁচা আম বেশি বেশি খাওয়া ইত্যাদি কারণেও ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়েছে। ইতোমধ্যে এ রোগে আক্রান্তের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে বরিশালের রোগীদের নমুনা সংগ্রহ করছে আইইডিসিআর।

বরিশাল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, মার্চ ও এপ্রিল মাসে সাধারণত ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। কিন্তু এবারের এপ্রিলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত মার্চে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৫১ জন ডায়রিয়া রোগী। সেখানে চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯২ জন রোগী।

বুধবার বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া রোগীতে ওয়ার্ড ভরে গেছে। বেডের পর ওয়ার্ডের মেঝে, বারান্দা ছাড়িয়ে রোগীরা বাধ্য হয়ে অবস্থান নিয়েছেন হাসপাতাল ভবনের বাইরে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মূল ভবনের বাইরে খোলা জায়গায় তাঁবু টাঙিয়ে বেড ফেলে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় বাধ্য হয়ে স্যাঁতস্যাঁতে মাটিতে কাপড় বিছিয়ে তার ওপর শোয়ানো হয়েছে রোগীদের।

তবে ওষুধ সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। রোগী ও তাদের সাহায্যকারীরা বলছেন, আগে বাইরে থেকে আইভি স্যালাইন ও ওষুধ কিনতে হলেও গত কয়েক দিন ধরে সরকারিভাবে বেশিরভাগ ওষুধ ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এ কারণে বাইরে থেকে তেমন ওষুধ কিনতে হচ্ছে না। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬শ’ ৭২জন রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ৮ হাজার ২০ জন এবং সবশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৫শ’ ১২জন রোগী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর বরিশাল জেলায় ৪ জন, বরগুনায় ২ জন এবং পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। গত পহেলা জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩ রোগী।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির উপস্থিতির কারণে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। এছাড়া করোনার কারণেও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে আইইডিসিআর বিশেষজ্ঞরা ডায়রিয়া রোগীদের নমুনা সংগ্রহ করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা