X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু ছাড়ালো ২২শ’

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১০:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১১:৩১
image

টানা দ্বিতীয় দিনের মতো ভারতে একদিনেই তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন লাখ ৩২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে দুই হাজার ২৬৩ জনের। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কখনও এক লাখ পেরোয়নি। ২০২১ সালের ৫ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ অতিক্রম করে। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল শনাক্ত ছাড়ায় দুই লাখের গণ্ডি। এর এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার এ সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়। শুক্রবারে টানা দ্বিতীয় দিনের মতো এই সংখ্যা তিন লাখ অতিক্রম করে। মারাত্মক আকারে সংক্রমণ বাড়তে থাকার মধ্যে ভারতের কিছু শীর্ষ হাসপাতালে দেখা দিয়েছে প্রচণ্ড অক্সিজেন সংকট।

যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন সবচেয়ে বেশি করোনা সংক্রমিত দেশ। সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিবর্তে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করতে উচ্চ-পর্যায়ের একটি বৈঠক করবেন তিনি।

ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাজ্যটির মোট রোগীর পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লাখ ৯৪ হাজার। মহারাষ্ট্রের পর কেরালা, কর্নাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশই হচ্ছে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২৪ জনের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৬০০ জনের। প্রতিবেশি রাজ্য হরিয়ানায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সব দোকান বন্ধ থাকবে। এছাড়া সব ধরনের অপ্রয়োজনীয় জমায়েতও নিষিদ্ধ থাকবে।

সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি দেশ ভারত থেকে যাতায়াত নিষিদ্ধ করেছে। সংযুক্ত আরব আমিরাত ভারত থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করেছে। এছাড়া কানাডা ভারত ও পাকিস্তানের সব ফ্লাইট আগামী ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে।

করোনা সংক্রমণকে জাতীয় জরুরি অবস্থা আখ্যা দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!