X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের মাটি যাচ্ছে ইটভাটায়!

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৭:৫৪আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:৫৪

শর্ত ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি বাইরে নিয়ে যাওয়ার পেছনে প্রশাসনের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা। প্রশাসনের ব্যর্থতায় ক্যাম্পাসের মাটি হরিলুট হচ্ছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির ১৬জন সদস্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী শিক্ষকদের প্যানেল থেকে থেকে ১৬ জন সদস্য এবং বর্তমান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানপন্থী প্যানেল থেকে চার জন সদস্য ও আহ্বায়ক নির্বাচিত হন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী ১৬ জন সদস্যই দুর্নীতিবিরোধী প্যানেল থেকে বিজয়ী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে পুকুর খনন ও ড্রেন নির্মাণের জন্য ইজারাদার কর্তৃক বিধিবহির্ভূতভাবে শত শত ট্রাক মাটি ক্যাম্পাসের বাইরে নিয়ে ইটভাটায় বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। সরেজমিনে এর সত্যতাও পাওয়া গেছে। কিন্তু অত্যন্ত বিস্ময়ের সঙ্গে দেখা যাচ্ছে, প্রশাসন এ প্রক্রিয়া বন্ধে বা উক্ত ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করেনি।

জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ হরিলুট বা বিধিবহির্ভূতভাবে কারো কাছে ছেড়ে দেওয়া অথবা এমন কর্মকাণ্ডে ব্যবস্থা গ্রহণ না করা নিশ্চিতভাবেই দুর্নীতি ও হরিলুটকে সমর্থন করার শামিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আমাদের বিবেচনায় রাখতে হবে, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর প্রতিটি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এর প্রশাসনের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি দফতর যেমন- কৃষি প্রকল্প, এস্টেট এবং প্রক্টরিয়াল অফিসও রয়েছে। কিন্তু মাটি হরিলুট হওয়ার পরেও কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এটি প্রতীয়মান হয় যে, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয় ও ইন্ধন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তার দায়িত্বের শেষ সময়ে কর্তৃত্বহীন হয়ে পড়েছেন বলেও দাবি করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, গত বছর মার্চে শহীদ শামসুজ্জোহা হলের পূর্বপাশের প্রায় ১০ বিঘা, সুইপার কলোনির পাশে পাঁচ বিঘা এবং শিক্ষক কোয়ার্টারের পাশে পৌনে ছয় বিঘা জমিতে পুকুর খননের টেন্ডার হয়। এতে ১০ বিঘা পুকুর খননের ইজারা পায় মাসুদ রানা। এছাড়া অহনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান বাকি দুটি পুকুর খননের ইজারা পায়। তবে শর্তভঙ্গ করে গত ২৭ শে মার্চ থেকে খননরত পুকুরের মাটি ট্রাক ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে যেতে থাকে দুই ইজারাদারই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি মাটি বিক্রি বন্ধে দুই দফা নির্দেশনা দেওয়া হলেও এই নির্দেশনা তোয়াক্কা করছে না ইজারাদাররা। ইজারাদাররা রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ কৃষি প্রকল্পের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার।

মাসুদ রানা মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ছোট ভাই। অন্যদিকে অহনা ট্রেডার্সের মালিক রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের পরিচালক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, মাটি বাইরে না নিয়ে যেতে ইজারাদারদে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা শুনছেন না। উপাচার্য মহোদয়কেও প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ২৪ এপ্রিল ওই ইজারা নেওয়া দুটি পক্ষের সঙ্গে প্রশাসনের বসার কথা রয়েছে বলে জানান এ উপ-উপাচার্য।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা