X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২১, ২০:০১আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:০১

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ধারা ১২(১) অনুসারে “রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে” তাঁকে আরও চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা হয়েছে।’

এর আগে ২০১৬ সালে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপাচার্য পদে তিনি নিয়োগ পান। এরপর ২০১৭ সালের ১৪ মে থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। তার আগে অধ্যাপক ইসমাইল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন।

ডা. মো. ইসমাইল খান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে এমফিল করেন। পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডা. ইসমাইল খান ২০১৯ সাল থেকে মালয়শিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন।পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল রির্সাচ কাউন্সিলের (বিএমআরসি) রিসার্চ কমিটির সভাপতি পদে আছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী