X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউয়ে ছয় লক্ষাধিক মানুষের পাশে যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ২১:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনার দ্বিতীয় ধাপে গণের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা পর কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির নেতাদের দাবি, প্রথম ধাপের লকডাউনে সারাদেশে যুবলীগ প্রায় ৪৪ লাখ অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল। দ্বিতীয় ধাপে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনার মহাসংকটে লকডাউনে অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রথম রমজান থেকে ১২ রমজান পর্যন্ত ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

শুধু ত্রাণ সামগ্রীই নয় ইতোমধ্যে সারাদেশে যুবলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।

করোনার কারণে গ্রামাঞ্চলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে তাদের ঘরে তুলে দিচ্ছে। প্রথম ধাপে মানুষ যখন করোনায় মৃত লাশ দাফন করতে ভয় পেত, তখনও লাশ দাফনের দায়িত্ব পালন করেছিল যুবলীগ।

যুবলীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘করোনার মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পূর্বের ন্যায় বর্তমানেও যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছে। করোনার প্রথম পর্যায়ে যুবলীগ যেমন প্রায় ৪৪ লাখেরও অধিক অসহায়, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় পর্যায়েও পবিত্র মাহে রমজানের প্রথম ১২ দিনে ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতোমধ্যে ৬ লাখেরও অধিক মানুষকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। যতদিন এই করোনার মহাসংকট দূর না হবে ততদিন পর্যন্ত যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘অতিমারি করোনার মহাসংকটে পূর্বের ন্যায় বর্তমানেও যুবলীগ সারাদেশে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সর্বমহলে যুবলীগ এখন মানবিক যুবলীগ হিসেবে পরিচিত। আমরা যুবলীগ বিশ্বাস করি মানুষকে ভালোবাসলেই, মানুষকে সাহায্য করলেই কেবল মাত্র মানুষের ভালোবাসা পাওয়া যায়। দেশের যেকোনো সংকটে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে দেশ সেবা করে যাবে যুবলীগ।’

যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর দেয়া তথ্য অনুযায়ী দেশব্যাপী পবিত্র মাহে রমজানের প্রথম ১২ দিন ও করোনার মহাসংকটে লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার ও ত্রাণ বিতরণের পরিমাণ-

কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ ১৫ হাজার, ঢাকা মহানগর উত্তর ৫০ হাজার, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা ২০ হাজার, গাজীপুর ৩ হাজার, গাজীপুর মহানগর ১৬ হাজার, জামালপুর ৬ হাজার, শেরপুর ৮ হাজার, টাঙ্গাইল ৫ হাজার, মানিকগঞ্জ ১০ হাজার, ময়মনসিংহ ৭ হাজার, ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা ৬ হাজার, কিশোরগঞ্জ ১ হাজার ৫শ’, নরসিংদী ৩৫ হাজার, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সিগঞ্জ ২ হাজার ৫শ’, শরীয়তপুর ৫ হাজার, রাজবাড়ী ১৫ হাজার, গোপালগঞ্জ, মাদারীপুর ১ হাজার, ফরিদপুর, রাজশাহী ২ হাজার, রাজশাহী মহানগর ৫ হাজার, সিরাজগঞ্জ ১২ হাজার, নওগাঁ ২ হাজার ৫শ’, বগুড়া ১২ হাজার, চাঁপাইনবাবগঞ্জ ১০ হাজার, পাবনা ২৫ হাজার, নাটোর ৬ হাজার, জয়পুরহাট ৭ হাজার, সিলেট ৫ হাজার, সিলেট মহানগর ১২ হাজার, মৌলভীবাজার ৭ হাজার, সুনামগঞ্জ ৬ হাজার ৫শ’, হবিগঞ্জ ৯ হাজার, রংপুর ৮ হাজার, রংপুর মহানগর ৩ হাজার ৫শ’, ঠাকুরগাঁও, গাইবান্ধা ১০ হাজার, পঞ্চগড় ১০ হাজার, কুড়িগ্রাম ১ হাজার ৫শ’, দিনাজপুর ৩ হাজার, নীলফামারী ৫ হাজার, লালমনিরহাট ২ হাজার, খুলনা, খুলনা মহানগর ৭ হাজার, বাগেরহাট ২২ হাজার, কুষ্টিয়া ১২ হাজার, সাতক্ষীরা ১ হাজার ৫শ’, নড়াইল ১ হাজার ৫শ’, মেহেরপুর ৩ হাজার, মাগুরা ১২ হাজার, যশোর, চুয়াডাঙ্গা ৩ হাজার, ঝিনাইদহ ৬ হাজার, বরিশাল, বরিশাল মহানগর, ভোলা ৪ হাজার, পটুয়াখালী ১০ হাজার, পিরোজপুর ২৫ হাজার, বরগুনা ৭ হাজার, ঝালকাঠি, চট্টগ্রাম দক্ষিণ ১৩ হাজার, চট্টগ্রাম উত্তর ২০ হাজার, চট্টগ্রাম মহানগর ২০ হাজার, বান্দরবান পার্বত্য, রাঙ্গামাটি পার্বত্য, খাগড়াছড়ি, কক্সবাজার ১০ হাজার, কুমিল্লা উত্তর ৬ হাজার, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগর ২ হাজার ৫শ’, চাঁদপুর ১৫ হাজার, ফেনী ১২ হাজার, নোয়াখালী ১৫ হাজার, লক্ষ্মীপুর ৮ হাজার, ব্রাহ্মণবাড়িয়া ৭ হাজার জন ।

 

এমএইচবি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!