X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার সর্বোচ্চ নেতার

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ১৪:০১আপডেট : ০৩ মে ২০২১, ১৪:০১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে তিরস্কার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত সপ্তাহে ফাঁস হওয়া জারিফের একটি অডিও ট্যাপ নিয়ে রবিবার প্রকাশ্যেই তাকে ভৎর্সনা করেন তিনি। ফাঁস হওয়া ওই টেপটিকে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে দেখা হচ্ছে।

রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ নিয়ে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। জারিফেরে নাম না নিয়ে তিনি বলেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার মরহুম জেনারেল কাসেম সোলাইমানির প্রভাব-প্রতিপত্তি নিয়ে মন্তব্যে তিনি একইসঙ্গে বিস্মিত ও ব্যথিত হয়েছেন।

খামেনি বলেন, ‘এই মন্তব্যগুলোর মধ্যে কয়েকটি আমাদের শত্রুদের নেতিবাচক আলোচনার পুনরাবৃত্তি, আমেরিকার কথার পুনরাবৃত্তি।’ ইরান বিরোধী মিডিয়া এই টেপ প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত বিরোধিতা সত্ত্বেও এ অঞ্চলে ইরানের প্রভাব বেড়েছে। আর এ কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলায় জেনারেল সোলাইমানিকে হত্যা করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের এমন কথা বলা উচিত নয় যা কুদস ফোর্স বা শহীদ সোলায়মানিকে নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) যা বলছে তার পুনরাবৃত্তির মতো শোনায়।

ফাঁস হওয়া ওই অডিও টেপে জারিফ হতাশা প্রকাশ করে বলেছিলেন, ইরানের পররাষ্ট্র নীতির ওপর প্রভাব বিস্তার করে দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী। রাশিয়ার নির্দেশে এই বাহিনীই তেহরানকে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়েছে।

কী আছে টেপ-এ

তিন ঘণ্টার এই অডিও টেপটি বিবিসি এবং বিদেশে অন্যান্য সংবাদমাধ্যমের হাতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে সাত ঘণ্টা লম্বা একটি ভিডিও সাক্ষাৎকার থেকে এই অডিও নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট রুহানির ক্ষমতার দুই মেয়াদকালের মৌখিক ইতিহাস ধরে রাখার একটি প্রকল্পের অংশ হিসেবে দুই মাসেরও বেশি সময় আগে ওই ভিডিও সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল।

টেপটিতে জারিফকে দুই বার বলতে শোনা যায় যে, তার মন্তব্য বহু বছর পর্যন্ত কেউ শুনতে পাবে না বা কেউ তা ছাপাবেও না। তাকে বারবার অভিযোগ করতে শোনা যায় যে, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের পররাষ্ট্র নীতিকে ওই এলাকার রণাঙ্গনে তাদের প্রয়োজনীয়তার একটা অংশ করে তুলেছে।

তিনি বিশেষ করে উল্লেখ করেন বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক অধিনায়ক কাসেম সোলাইমানি কীভাবে প্রায়ই তার সঙ্গে দেখা করে বলতেন কী করতে হবে। গত বছর জানুয়ারি মাসে ইরাকে আমেরিকান ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফের বৈঠকের সময় সোলাইমানি চাইতেন তিনি একটা বিশেষ অবস্থান নিন। এই জেনারেল সোলাইমানি কার্যত ইরানকে সিরিয়ার গৃহযুদ্ধে টেনে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন জারিফ। কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেয়েছিলেন, সিরিয়া সরকারকে সমর্থন করে রাশিয়া যে বিমান হামলা চালাবে তাতে সহায়তার জন্য ইরানি বাহিনী যেন স্থলযুদ্ধে অংশ নেয়।

সোলাইমানি ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের বিমান ব্যবহার করেছেন সামরিক কাজে বড় ধরনের ঝুঁকি নিয়ে। এতে রাষ্ট্রের সম্মানহানি হতে পারে সেটা জেনেও তিনি এমন কাজ করেছেন। বেসামরিক বিমানে বন্দুক ও সামরিক আগ্নেয়াস্ত্র বহন করা হয়েছে এবং সেনা পরিবহন করা হয়েছে।

রাশিয়ার সমালোচনা

জাভেদ জারিফ বলেন, রাশিয়াসহ বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান যাতে রাজি না হয়, তার জন্য যা যা করা সম্ভব তার সব চেষ্টাই করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো কখনও চায়নি যে, পশ্চিমের সঙ্গে ইরানের একটা সমঝোতা হোক।

তার এই মন্তব্য বিস্ময়কর। কারণ সাধারণভাবে ধারণা করা হয় যে ল্যাভরভের সঙ্গে জারিফের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং রাশিয়া ইরানের খুবই ঘনিষ্ঠ মিত্র। এই টেপ ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে এমন একটা সময়ে যখন ভিয়েনায় পরমাণু চুক্তি পুনরুদ্ধারের এক পরোক্ষ আলোচনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের পর এবং এর জবাবে ইরান চুক্তির শর্ত ভঙ্গ শুরুর ফলে ২০১৫ সালের চুক্তিটি ভেঙে পড়ার মুখে পড়েছিল।

জারিফ বলছেন, বিপ্লবী গার্ড বাহিনী কখনও এই চুক্তি চায়নি এবং এটা আটকানোর জন্য তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও কথা বলেন জারিফ। তিনি বলেন, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে হিব্রু ভাষায় লিখে দিয়েছিল, ‘ইসরায়েলের নাম দুনিয়া থেকে মুছে ফেলা হোক।’

২০১৬ সালের গোড়ার দিকে পারস্য উপসাগরে দুই টহল নৌকায় ১০ মার্কিন নাবিককে আটক রাখা নিয়েও কথা বলেন জারিফ। এই দুই ঘটনা পরমাণু সমঝোতা আটকে দেওয়ার চেষ্টার উদাহরণ ছিল বলে জানান জাভেদ জারিফ।

বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বিপ্লবী গার্ড বাহিনী বহুবার তাকে পাশ কাটিয়ে কাজ করেছে। তিনি ২০২০ সালের ৮ জানুয়ারি সকালের দিকের একটি ঘটনার উল্লেখ করেছেন যখন কাসেম সোলাইমানির মৃত্যুর বদলা নিতে ইরাকি একটি সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। ওই ঘাঁটিতে মার্কিন বাহিনীর সদস্য এবং এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ওই হামলা চালানোর দুই ঘণ্টা পর তিনি এই খবরটি জানতে পারেন।

সেদিনই আরও পরের দিকে বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যখন আপাতদৃষ্টিতে ভুলক্রমে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে, তখন অধিনায়করা তাকে শুধু বলেছিলেন ইরানের সংশ্লিষ্টতার কথাটা তিনি যেন অস্বীকার করেন। ওই যাত্রীবাহী বিমানটি সবেমাত্র তেহরান থেকে উড্ডয়ন করেছিল এবং বিমানের ১৭৬ যাত্রীর প্রত্যেকেই এতে নিহত হয়।

এই টেপ নিয়ে এখন চলছে তুমুল হৈচৈ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বক্তব্য ব্যাপক বিস্ময় তৈরি করেছে, অনেককে হতভম্ব করেছে এবং এ নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

তার এই বক্তব্য থেকে যেটা প্রকাশ পেয়েছে, সেটা বহুদিন থেকেই ইরানের অনেক মানুষ সন্দেহ করছিলেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, এই মন্তব্য এসেছে খোদ জারিফের মুখ থেকে, যিনি একজন অভিজ্ঞ কূটনীতিক। সাধারণত খুবই সতর্কতার সঙ্গে তিনি কথা বলেন এবং রাজনীতিতে তিনি একজন মধ্যপন্থী হিসেবে বিবেচিত।

এই টেপ কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। তবে এটা ঘটেছে যখন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছে এবং অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই একটা নতুন মাত্রা নিয়েছে।

জারিফ বলেছেন, তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির উত্তরসূরী হওয়ার লড়াইয়ে নামছেন না। কিন্তু কট্টরপন্থীরা তাকে বিশ্বাস করেন না এবং তার প্রতিদ্বন্দ্বিতা করার সব রকম পথ তারা বন্ধ করে দিতে চান।

যেটা স্পষ্ট সেটা হলো, ফাঁস হওয়া এই টেপ চরম বিপাকে ফেলবে ইরানের এই শীর্ষ কূটনীতিককে, বিশেষ করে কট্টরপন্থীদের এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র সঙ্গে তার সম্পর্ক বড় ধরনের হুমকির মুখে পড়বে। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত খামেনির বক্তব্যে সেটি আরও স্পষ্ট হয়েছে।

দেশটির সব রকম সরকারি কর্মকাণ্ডে শেষ কথা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনিই দেশটির সবচেয়ে ক্ষমতাশালী ফোর্স বিপ্লবী গার্ড বাহিনীকে নিয়ন্ত্রণ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, অডিও টেপে জারিফের এসব মন্তব্য প্রসঙ্গ ও ঘটনাক্রম ছাড়াই ব্যাখ্যা করা হয়েছে। পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করা হবে। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা