X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এক দিনেই চালু হবে পদ্মা সেতুর সড়ক ও রেলপথ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ০৪ মে ২০২১, ১৬:৪৯

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেলপথ। ইতোমধ্যে রেলপথের মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৬৬ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। বাকি যে কাজটুকু আছে সেটা সময়মত সমাপ্ত করতে পারবো।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টায় মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, ‘মোট চারটি রেল স্টেশন হবে। সেগুলো হচ্ছে মাওয়া, জাজিরা, শিবচর ও ভাঙ্গা। এই চারটি স্টেশনের কাজ চলমান আছে। ভাঙ্গা স্টেশনটি একটি জংশন স্টেশন। ভবিষ্যতে ভাঙ্গা থেকে পায়রাবন্দর সংযুক্ত করা হবে। অন্যদিকে, ভাঙ্গা থেকে ফরিদপুর ও যশোরের দিকে সংযোগ স্থাপিত হবে। স্টেশনগুলো যেনো আইকনিক হয় সে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আজ আমরা এসেছি সর্বশেষ অগ্রগতি পর্যবেক্ষণ করতে। এরইমধ্যে রেল লাইন ও পদ্মা সেতুর মধ্যে সংযোগ স্থাপনকারী ভায়াডাক্ট সম্পন্ন হয়েছে। আর যে অল্প কয়েকটি বাকি আছে তা আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। আমাদের হাতে এখনও এক বছরের বেশি সময় আছে। যেদিন পদ্মা সেতুর সড়ক পথ উদ্বোধন হবে, সেদিনই রেলপথে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত যেতে পারবো।’

মাওয়া স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্য রওনা হন। এসময় আরও উপস্থিত ছিলেন রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি এন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!