X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৭:৩৩আপডেট : ০৪ মে ২০২১, ১৭:৩৪

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৬ জন। মঙ্গলবার (৪ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির নাম ফারহা খাতুন (৬০) ও আব্দুস সাত্তার (৬৮)। তাদের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।

নিহতের সন্তান শান্তারুল জানান, তার মা ফারহা খাতুন ক্যান্সার আক্রান্ত। রাজশাহীতে চিকিৎসা শেষে তিনিসহ তার কয়েকজন আত্মীয় একটি মাইক্রো বাসযোগে বাড়ি ফিরছিলেন। মেহেরপুরের খোকসা শেখপাড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোতে থাকা ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারহা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন ইটভাটা ও খাল খননের মাটি বহন করার সময় সড়কে মাটির স্তর তৈরি হয়েছে। সোমবার রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়। বৃষ্টি হওয়ার প্রথম দিনেই এ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। দ্রুত এ মাটি পরিষ্কারের ব্যবস্থা না হলে প্রতিনিয়ত এ ধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে। তারা জানান, বহু আবেদন করলেও কর্তৃপক্ষ এই মরণ ফাঁদ থেকে সড়ককে মুক্ত করতে পারেনি। প্রতিনিয়তই এই মরণ ফাঁদে পড়ে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত হচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অদক্ষ চালক ও সড়কে কাদা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ