X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতীয় ট্রাকের জন্য বিশেষ ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২৩:২২আপডেট : ০৬ মে ২০২১, ২৩:২২

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে বাণিজ্য অব্যাহত রয়েছে। এর ফলে সেদেশে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভ্যারিয়ান্ট বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য একটি প্রটোকল অনুসরণ করছে সরকার। বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে আসা মালবাহী ট্রাক এবং এর চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থলবন্দর দিয়ে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। এতে অংশগ্রহণ করেন স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআরসহ অন্যান্য বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

বৈঠক শেষে মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতের সংক্রমণ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, তার জন্য আমরা সব সাবধানতা অবলম্বন করছি। একইসঙ্গে বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রতিদিন প্রায় ২ হাজার ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে জানিয়ে তিনি বলেন, ‘এদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরমধ্যে রয়েছে— ট্রাক প্রবেশের আগে  ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। শুধুমাত্র ড্রাইভার প্রবেশ করবেন। ড্রাইভার একান্ত বাধ্য না হলে গাড়ি থেকে নামবে না। ড্রাইভার খাবার নিয়ে প্রবেশ করবেন। যদি ট্রাক থেকে ড্রাইভারের নামার প্রয়োজন হয়, তবে তার জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা ইত্যাদি।’

মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতের ট্রাককে যদি রাতে বাংলাদেশে অবস্থান করতে হয়, তবে ড্রাইভার ফেরত যাবেন এবং পরের দিন পুনরায় বাংলাদেশে প্রবেশ করে ট্রাক ফেরত নিয়ে যাবেন। একই নিয়ম বাংলাদেশের ট্রাকের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে এই সংখ্যা অনেক কম।’

তিনি বলেন, ‘আমরা রেলপথে ব্যবসায়ীদের পণ্য আদান-প্রদানের জন্য উৎসাহিত করছি এবং এর ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা অনেক কমে যাবে।’

সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আগামী সপ্তাহের প্রথমে আরেকটি বৈঠক হবে এবং সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা