X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হারের পর হাসি-তামাশা, ক্ষমা চাইলেন রিয়াল তারকা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২১, ১৩:২২আপডেট : ০৭ মে ২০২১, ১৩:২২

দল হেরেছে সেমিফাইনালে। ফাইনাল-স্বপ্ন ভেঙে যাওয়ায় ওই সময় হতাশা গ্রাস করাই স্বাভাবিক। অথচ রিয়াল মাদ্রিদ তারকা এডেন হ্যাজার্ডকে আবিষ্কার করা গেলো হাস্যোজ্জ্বল অবস্থায়! বেজায় চটলেন লস ব্লাঙ্কোস ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় থামাতে বেলজিয়ান ফরোয়ার্ড তাড়াতাড়ি ক্ষমা চাইলেন ওই ঘটনার জন্য।

চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। গত বুধবার স্টামফোর্ড ব্রিজের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারে মাদ্রিদের ক্লাবটি। হারের পর চেলসি খেলোয়াড়দের সঙ্গে হ্যাজার্ডের হাসি-তামাশার একটি মুহূর্ত টিভি ক্যামেরায় ধরা পড়ার পর খেপেছেন রিয়াল ভক্তরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দুঃখপ্রকাশ করেছেন হ্যাজার্ড।

রিয়াল ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি দুঃখিত। আমি অনেক মতামত পড়লাম এবং রিয়াল মাদ্রিদ ভক্তদের আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না।’ পরের অংশে লিখেছেন, ‘আমার সবসময় স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। আমি এখানে এসেছি জেতার জন্য। মৌসুম এখনও শেষ হয়ে যায়নি, একসঙ্গে মিলে আমরা লা লিগায় লড়াই করবো। হালা মাদ্রিদ!’

স্টামফোর্ড ব্রিজে চেলসির জয় উৎসবের বিপরীতে হৃদয়ভাঙার বেদনায় নীল হয়ে উঠেছিল রিয়াল ক্যাম্প। যদিও একটি চরিত্র ভিন্নভাবে ফুঠে ওঠে টিভি ক্যামেরায়। হারের হতাশায় না ডুবে হ্যাজার্ডকে বরং তার পুরনো ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় পাওয়া যায়!

শেষ বাঁশি বাজার পর চেলসি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হ্যাজার্ড। ম্যাচ শেষে যেটা সবসময়ই দেখা যায়। এই চেলসি ছেড়েই দুই বছর আগে রিয়ালে নাম লিখিয়েছেন বেলজিয়ান তারকা। পরিচিত মুখগুলোকে দেখে একটু যেন বেশিই আন্তরিক হয়ে উঠেছিলেন হ্যাজার্ড। যেটি মোটেও ভালোভাবে নেয়নি রিয়াল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ ঝেরেছেন তারা।

এক রিয়াল ভক্ত যেমন লিখেছেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়।’ আরেকজন তো আরও বেশি ক্ষুব্ধ, ‘দল হেরেছে, অথচ উৎসব চলছে।’ তাছাড়া চোট কাটিয়ে ফেরা হ্যাজার্ডকে কেন একাদশে নামিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!