X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিআরটিসি’র বাসের এই হাল!

শাহেদ শফিক
০৯ মে ২০২১, ১৮:০৪আপডেট : ০৯ মে ২০২১, ১৯:১২

গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত যাত্রী। দায়িত্বরত পুলিশ সদস্যরাও রয়েছেন। রাস্তার অপর প্রান্ত থেকে ইউটার্ন নিয়ে যাত্রীদের ভিড়েই দাঁড়ালো লাল রঙের বিআরটিসির দ্বিতল একটি বাস। মুহূর্তেই ভরে গেলো ঢাকা মেট্রো-ব ১৫-৬১৪২ নম্বরের বাসটি। দুজন পুলিশ সদস্য এসে চালকের সঙ্গে কিছু একটা সেরে নিয়েছেন। এরপরই দরজা বন্ধ করে যাত্রা শুরু করে বাসটি। রবিবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শনির আখড়ার চিত্র এটি। বাসটি শনির আখড়া থেকে গুলিস্তানের যাত্রী পরিবহন করে।

সরেজমিন দেখা গেছে, বাসটিতে গাদাগাদি করেও যাত্রী নেওয়া হয়েছে। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতেও নারী ও শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অধিকাংশ যাত্রীদের মুখে মাস্ক ছিল। দাঁড়িয়ে থাকা যাত্রীদের কারণে বাসের মাঝের গলিতেও হাটা যাচ্ছিল না। এই পথটির ভাড়া ১০ টাকা হলেও আদায় করা হয়েছে ২০ টাকা করে। শুরুতেই গাড়িতে দায়িত্বে থাকা হেল্পার যাত্রীদের উদ্দেশে বলেন, ‘যেখানেই নামবেন, ভাড়া ২০ টাকা।’

বাসে এমন গাদাগাদি করে ওঠার কারণ জানতে চাইলে নাজমা বেগম নামে এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা মেডিক্যালে যাবো। আধঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কোনও বাস নেই। যেসব বাস রয়েছে সেগুলো যাত্রী ভর্তি করে আসে। গেট বন্ধ থাকে। আমরা উঠতে পারি না। এখন এই বাসটি পেয়েছি। বাধ্য হয়েই উঠেছি।

অপর একজন যাত্রী বলেন, বাসে সবার আগে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম অর্ধেক আসান ফাঁকা রেখেই যাত্রী তোলা হবে। পরে দেখি চিত্র ভিন্ন। পরিস্থিতি এমন এখন বাস থেকেও নামতে পারছি না। যাত্রী ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বাসের চালক ও হেল্পার কেউ তাদের নাম বলতে চাননি। তবে চালকের দাবি, পুলিশ অনুমতি দিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার নির্দেশিত নিয়ম না মেনে গাড়ি চালানোর কানও সুযোগ নেই। গাড়িটি যদি এমন করে থাকে তাহলে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

2

এদিকে একই সময় গণপরিবহনে আসন সংকট দেখা গেলেও নগরীতে চলাচলরত বেসরকারি কোম্পানিগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। এ কারণে পরিবহনে পর্যাপ্ত আসন না পেয়ে সকালে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব মালিক ও কোম্পানিগুলোকে সরকার নির্দেশিত সকল নিয়ম পালন করে পরিবহন চালানোর নির্দেশ দিয়েছি। যদি কোনও পরিবহন এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিসি’র বাসের এই হাল!

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের