X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যবিধি না মানায় বিপণিবিতান ও সড়কে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১১ মে ২০২১, ০০:০৭আপডেট : ১১ মে ২০২১, ০০:০৭

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে কুমিল্লার মার্কেট, শপিং মল ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে আসা মানুষ ফুটপাত, সড়ক ও অলিগলিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতা ও মানুষের সমাগম ততো বাড়ছে। সোমবার স্বাস্থ্যবিধি না মানায় শহরের বিপণিবিতান ও সড়কে মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।   

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে উপচে পড়া ক্রেতা ও মানুষের মাঝে শতভাগ মাস্ক নিশ্চিত করতে কুমিল্লার ঈদ বাজারে মার্কেট, বিপণিবিতান, শপিং মল এবং সড়কের মোড়ে মোড়ে তদারকি ও মনিটরিং বাড়িয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে ক্রেতা-বিক্রেতা ও সড়কে মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এদিন কুমিল্লার কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, টমছম ব্রিজ, চকবাজার, পুলিশ লাইন ও শাসনগাছা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের ২২টি মামলাসহ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২৫০০টি মাস্ক দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে তিন জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, ‘চলমান করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মানুষের মাঝে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসন মাস্ক বিতরণ করে যাচ্ছে। সোমবার নগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টে ২২টি মামলা ছাড়াও ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সর্বোচ্চ একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত
আরও ২৭ জনের করোনা শনাক্ত
একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই