X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোথাও ক্রেতার চাপ বেশি, কোথাও কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:১৭আপডেট : ১১ মে ২০২১, ১৮:১৭

ঘনিয়ে আসছে ঈদ। মার্কেট ও শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের পদচারণা, কোথাও কম আবার কোথাও বেশি। তবে অধিকাংশ দোকানি বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করছেন। তবে তাদের আশা রমজানের শেষ দুদিনে বিক্রি বাড়বে।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল ও মার্কেট ঘুরে দেখা গেছে, সকালের এক পশলা বৃষ্টির কারণে দোকানিরা কিছুটা দেরিতে দোকান খোলেন। এদিন সকাল থেকে ক্রেতাদের আনাগোনাও অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের চাপ। যদিও অন্যান্য দিনের চেয়ে ক্রেতাদের আনাগোনা ছিল কিছুটা কম। তবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এখনও রয়েছে স্বাস্থ্যবিধি না মানা প্রবণতা। অনেকেই মাস্ক না পরেই মার্কেটে কেনাকাটা এবং ঘোরাফেরা করছেন।

কোথাও ক্রেতার চাপ বেশি, কোথাও কম

নিউ মার্কেট ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের চেয়ে ক্রেতার সংখ্যা কিছুটা কম। অনেকেই দরদাম করছেন।বিক্রেতারা বলছেন, ঈদের আরও দুদিন বাকি। এই দুদিনে ক্রেতাদের আনাগোনা বাড়লে আমাদেরও বিক্রি বাড়বে। সেই আশায় রয়েছি। বিক্রেতাদের দাবি, করোনা সংক্রমণের ভীতি থাকলেও সাংসারিক খরচ মেটাতেই তারা দোকানপাট খোলা রাখছেন।

রাজধানীর নিউ মার্কেটের পাশেই শপিং মল ইস্টার্ন মল্লিকা। সেখানে সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আনাগোনা অনেক কম। অনেক দোকানদার অলস সময় পার করছেন। মা বুটিক্সের ব্যবসায়ী রায়হান বলেন, গত তিন-চার দিন ধরে ক্রেতাদের আনাগোনা অনেক কম। বেচা-বিক্রিও মন্দা।নাবিলা থ্রি পিস শপের কর্মচারী জানান, আগে রমজান মাসে যেখানে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকার বিক্রি হতো এখন ২৫ হাজার টাকার বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছে। ঢালি ফেব্রিক্সের কর্মচারী বলেন, ক্রেতা সংখ্যা কম। যারা আসছেন জিনিসপত্রের দাম অনেক কম বলছেন। ক্রেতারা দাম কম বলায় আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

কোথাও ক্রেতার চাপ বেশি, কোথাও কম

এলিফ্যান্ট রোডের বেশ কয়েকটি মার্কেট শপিং মল ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কিছুটা আনাগোনা রয়েছে। কিছু দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে।অনেককে অলস সময় পার করতেও দেখা গেছে। বিক্রেতাদের দাবি, তাদের বেচা বিক্রি মন্দা। তারপরও কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে ক্রেতাদের আকৃষ্ট করতে অনেকেই অনেক অফার দিচ্ছে।

এদিকে, বিকালে বসুন্ধরা সিটি শপিং সেন্টারে ক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা গেছে। ক্রেতারা বিভিন্ন দোকানে ঘুরছেন কেনাকাটা করছেন। দোকানগুলোতেও ভিড় ছিল।

কোথাও ক্রেতার চাপ বেশি, কোথাও কম

 

/আরটি/এমআার/
সম্পর্কিত
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!