X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঘরমুখো মানুষ, কিছুতেই থামানো যাচ্ছে না

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মে ২০২১, ১১:৫২আপডেট : ১২ মে ২০২১, ১১:৫২

ময়মনসিংহের মহাসড়কে মোবাইল কোর্ট করেও ঈদে ঘরমুখো মানুষকে থামানো যাচ্ছে না। ঢাকা থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাস ভাড়া করে গাদাগাদি করে বসে যাত্রীরা চলে আসছেন। স্বাস্থ্যবিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করছেন তারা।

বুধবার (১ মে) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে বাস, পিকআপ ও মাইক্রোবস চালককে জরিমানা করেছেন। মোবাইল কোর্ট তোয়াক্কা না করে অনেক চালক ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন।

ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট বাসযাত্রী আলম মিয়া বলেন, ‘ঢাকা থেকে ভেঙে ভেঙে খুব কষ্টে বাড়ি ফিরছি। এর মাঝে মোবাইল কোর্ট সড়কে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে বাস থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিচ্ছেন। কষ্ট করে হলেও বাড়িঘরে ফিরে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গেই ঈদ করতে হবে।’

বাসচালক জামাল উদ্দিন জানান, সড়কের বিভিন্ন জায়গা পুলিশ চেকপোস্ট বসিয়ে রেখেছে। ওই সব চেকপোস্টে কিছু অর্থ দিয়ে চলে আসতে পারলেও ময়মনসিংহের বাইপাস মোড়ের আগে মোবাইল কোর্ট বসানোর জন্য জরিমানা গুনতে হচ্ছে এবং অতিরিক্ত যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।

ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট এ বিষয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনোভাবেই যানবাহনে সরকারের নির্দেশনার বাইরে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?