X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা আইসিসির

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২১, ১৪:৫৫আপডেট : ১৪ মে ২০২১, ১৪:৫৫

গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে টি-টোয়েন্টিতে জোর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব সদস্য দেশকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্ট্যাটাস। এখন কুড়ি ওভারের বিশ্বকাপের আকর্ষণ আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা করছে আইসিসি।

এ বছর ভারতে হতে যাওয়া কুড়ি ওভারের বৈশ্বিক প্রতিযোগিতাটি ১৬ দল নিয়েই হবে। তবে ২০২৪ সালের আসর থেকে ২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ভাবনা আইসিসির। ক্রিকইনফো ছেপেছে, পরিকল্পনায় থাকা ২০ দলের প্রতিযোগিতায় চার গ্রুপে পাঁচটি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এখনও আলোচনার মধ্যেই আছে বিষয়টি। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টির যে আবেদন, তাতে দল বাড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া আইসিসি ইতিমধ্যে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা দিয়েছে।

শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে বিশ্বকাপেও নাকি দল বাড়ানোর ভাবনা আছে আইসিসির। বর্তমানে ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নেয় ১০ দল। তবে ভবিষ্যতে সেটি বাড়িয়ে ১৪ দল করা হতে পারে। একই সঙ্গে অলিম্পিকে ক্রিকেট যোগ করার বিষয়েও জোরালো অবস্থানে আইসিসি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানো এবং অলিম্পিকে ক্রিকেট যোগ করার বিষয়গুলো আলোচনা করা হয়েছে সম্প্রতি হওয়া চীফ এক্সিকিউটিভ কমিটির (সিইসি) বৈঠকে। যদিও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে সভায়।

ওয়ানডে বিশ্বকাপ মাত্র ১০ দল নিয়ে আয়োজন করায় বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছে আইসিসি। অন্য সব প্রতিযোগিতায় যেখানে দল বাড়ানো হয়, সেখানে ওয়ানডে বিশ্বকাপে দল কমানো হয়েছে। ২০০৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৬ দল। ২০১১ ও ২০১৫ সালে কমে সংখ্যাটা দাঁড়ায় ১৪তে। আর গত ২০১৯ সালের বিশ্বকাপ হয়েছিল ১০ দল নিয়ে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন