X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক রোজিনার সঙ্গে কেন মারমুখী আচরণ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ০১:৪৭আপডেট : ১৮ মে ২০২১, ০২:২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী।

তবে তারও আগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মন্ত্রণালয়ের ভেতরে রোজিনা ইসলামকে আটকে রাখার, তাকে সেখান থেকে পুলিশের গাড়িতে তোলার স্থিরচিত্র এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে একজন নারী রোজিনা ইসলামের গলা হাত দিয়ে চেপে ধরেছেন। ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত রুঢ় এবং মারমুখী আচরণ তার রোজিনা ইসলামের সঙ্গে। প্রশ্ন উঠেছে কে এই নারী? কেন এই মারমুখী আচরণ?

সাংবাদিক প্রণব সাহা গলা চেপে ধরার ছবিটি শেয়ার করে লিখেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ নতুন কিছু নয়। সবাই চান সংবাদমাধ্যম ‘আমার’ পক্ষে থাকবে। অনেকে থাকেও হয়তো। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করার সময় গলা টিপে একজন সাংবাদিককে হত্যার চেষ্টা, তা মেনে নেবো না। অসুস্থ রোজিনার চিকিৎসা সবার আগে হতে হবে। আরও দাবি মামলার আগে আটকে রেখে হত্যা চেষ্টার বিচার চাই।

সাংবাদিক মুন্নী সাহা লিখেছেন, কার গলা চাপলেন? মনে রাখুন। রোজিনারা একা নন... গলা চাপলেও ভালো সাংবাদিকতা গলা ছাড়ে। আরও জোরে।

সাংবাদিক মানষ ঘোষ ছবিটি শেয়ার করে লিখেছেন, অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি রোজিনা ইসলামকে হত্যা চেষ্টার মামলা হোক।

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ লিখেছেন, রাতের মধ্যেই সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দেওয়া হোক। সেইসঙ্গে ন্যাক্কারজনক ও অমানবিকভাবে সাংবাদিক নিপীড়নকারী স্বাস্থ্যসচিব ও অতিরিক্ত সচিবসহ সব কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করা হোক।

আরও পড়ুন:
নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

মামলা নিয়ে প্রথম আলো কর্তৃপক্ষ যা বললেন

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

রোজিনা ইসলামের মুক্তির দাবি এডিটরস গিল্ডের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

/জেএ/এমআর/
সম্পর্কিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য
সাংবাদিক রোজিনার মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
নথি চুরির অভিযোগে মামলাসাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা