X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এখনও ৩ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন

সঞ্চিতা সীতু
২৯ মে ২০২১, ২২:০০আপডেট : ৩০ মে ২০২১, ০৯:২০

ঘূর্ণিঝড় ইয়াসে আরইবির ১৩ উপকূলীয় সমিতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কম হলেও প্রায় ১১ হাজার গ্রাহক তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনও প্রত্যন্ত এলাকায় প্রায় তিন হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। যদিও ইয়াস বাংলাদেশের উপকূলে আঘাত করেনি, ভারতের উপকূলে আঘাত করেছিল। কিন্তু এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে দুদিন ধরে। একই সময়ে জোয়ারের পানি ৩ থেক ৬ ফুট বেশি উচ্চতার হওয়ার কারণে বহু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, ভেঙে পড়ে। গাছ পড়ে বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

জানা যায়, ইয়াসের প্রভাবে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরাতে ৪ হাজার ২০০, খুলনায় ৬ হাজার ৬৯, পটুয়াখালীতে ৬০০ গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ ছিল না।

জানতে চাইলে আরইবির সদস্য ( পরিকল্পনা ও উন্নয়ন) আমজাদ হোসেন বলেন, আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ঝড় থেমে যাবার পর পরই আমারা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা কাজ শুরু করি। এরমধ্যে বেশিরভাগ এলাকায় আমরা সংযোগ দিয়েছি। কিন্তু কিছু এলাকা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা অনেক নাজুক। অনেক এলাকার পানি এখনো নামেনি। যেমন, দাকোপ, কয়রা, পাইকগাছা, প্রতাপপুর, কালিয়াসহ বেশ কিছু এলাকায় পানির কারণে কাজ করা যাচ্ছে না। এসব এলাকার প্রায় ৩ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ পায় নি। পানি নামলেই আমরা দ্রুত কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।

আরইবি জানায়, ইয়াসের প্রভাবে তাদের ১১টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। ১৮টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। কনডাক্টরের ক্ষতি হয়েছে ২ হাজার ৫২০ টি স্থানে। এছাড়া ইনসুলেটর নষ্ট হয়েছে ২৭২টি জায়গায়। আরইবির এক কর্মকর্তা জানান, খুঁটিতে ৫৫ লাখ, ট্রান্সফরমারে ৭৯ লাখ, কনডাক্টরে ১ কোটি ২৬ লাখ, ইনসুলেটরে ১ লাখ ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী