X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ৩ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি, তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ০৯:৪৯আপডেট : ০১ জুন ২০২১, ১২:০৬

রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকার রাজপথ এবং অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। ফলে অফিসগামী যাত্রীদের ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে।

উত্তরা এলাকার রাস্তায় বৃষ্টির পানি আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনাসহ দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া রাজশাহী, রংপুরে কিছু কিছু এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

কাজিপাড়া এলাকার রাস্তায় বৃষ্টির পানি এদিকে বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিসটেন্ট মো. খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধু ঢাকায়। সারাদেশে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি তারা পরে জানাতে পারবেন।

মগবাজার এলাকার রাস্তায় বৃষ্টির পানি সকালে বৃষ্টি শুরু হওয়ার পর উত্তরা, মিরপুর, বসুন্ধরা আবাসিক, রাজাবাজার, গ্রিনরোড, রোকেয়া সরণির বড় অংশ, মোহাম্মদপুরের বেশকিছু এলাকায় পানি জমে। ফলে অফিসগামী যাত্রীরা পড়েন বিপাকে।

উত্তরা এলাকার রাস্তায় বৃষ্টির পানি মিরপুরবাসী ব্যাংক কর্মকর্তা রায়হান বলেন, ‘বৃষ্টি হলেও আটকে যেতে হয়। বাসা থেকে নেমে মেইন রাস্তায় বের হওয়ার কোনও সুযোগ নেই। চারপাশের সব গলিতে পানি আর পানি। কখন পানি নামবে তারপরে অফিসে বের হতে পারবো।’

তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাস্তায় বৃষ্টির পানি উত্তরার রাশেদুল হাসান বলেন, ‘এবার বর্ষা মৌসুমে এটাই সবচেয়ে ভারী বৃষ্টি মনে হলো। পানি জমে যাওয়ার সঙ্গে আমরা অভ্যস্ত। কিন্তু এই হয়রানির শেষ কোথায়? বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু পানি না জমার স্থায়ী সমাধান দরকার।’ মহাখালী সেতুভবনের সামনে পানি জমে আছে

 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
চৈত্রের শিলাবৃষ্টি কৃষিতে কী প্রভাব ফেলছে
দেশের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত নিকলীতে
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!