X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

একনেকে অনুমোদন পেলো বিজিবির নতুন অবকাঠামো নির্মাণ কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২১:৫৫আপডেট : ০১ জুন ২০২১, ২১:৫৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন (বিজিবি-৬২) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে একে যুক্ত হন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ২১ লাখ আট হাজার টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) এই প্রকল্পের কাজ করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুরি এলাকায় বিজিবির নতুন সৃষ্টি করা ৬২ ব্যাটালিয়নের সদস্যদের বসবাস এবং অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ ও সুরক্ষিত অবকাঠামো নির্মাণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে বিজিবি এ প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহ
ক) আবাসিক ভবন (অধিনায়কের বাসভবন, কমিশন্ড অফিসার্স মেস, কমিশন্ড অফিসার্স কোয়ার্টার, জুনিয়র কমিশন্ড অফিসার্স মেস, জুনিয়র কমিশন্ড অফিসার্স আবাসিক ভবন, সৈনিক মেস, অন্যান্য পদধারীদের আবাসিক ভবন ও চতুর্থ শ্রেণির আবাসিক ভবন ১১টি, (খ) অনাবাসিক ভবন (অফিস ভবন, সৈনিক ডাইনিং ও কুক হাউজ) ৫টি, (গ) রাস্তা ১টি (৩.২৭ কিলোমিটার), (ঘ) পানির লাইন ১টি (৩০৪৯ মিটার), (ঙ) গভীর নলকূপ ১টি (২০০ মিমি ও ৪০০ মিমি), (চ) বৈদ্যুতিক লাইন ১টি (২৪৩৮ মিটার), (ছ) অন্যান্য অবকাঠামো (এমটি গ্যারেজ, এমআই রুম, কোয়ার্টার গার্ড, ম্যাগাজিন, মাল্টিপারপাস শেড, ট্রেনিং শেড, বাউন্ডারি ওয়াল গেটসহ, মসজিদ, ক্যান্টিন, আরপি পোস্ট) ১৬টি, (জ) ভূমি উন্নয়ন (২৪.৮০ একর), (ঝ) বৈদ্যুতিক স্থাপনা (সাবস্টেশন ও জেনারেটর) ৩টি,(ঞ) লিফট ২টি, এবং (ট) প্রশিক্ষণ মাঠ, খেলার মাঠ, ড্রিল গ্রাউন্ড, পার্ক ইত্যাদি।

পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণতা
প্রকল্পটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ডার গার্ড বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ রয়েছে।

পরিকল্পনা কমিশনের মতামত
প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য ব্যাটালিয়নে অফিস, সৈনিক ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে। এ বিবেচনায় প্রকল্পটি অনুমোদনযোগ্য।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
একনেকে ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন