X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘সমর্থন পেলে এখানেও অনেক গ্রেটা থুনবার্গের আবির্ভাব হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২০:০৯আপডেট : ০৬ জুন ২০২১, ২০:২৯

জলবায়ু পরিবর্তন আন্দোলনের প্রতীক হয়ে ওঠা সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গের প্রশংসা করে পরিবেশ অধিদফতরের পরিচালক মির্জা শওকত আলী বলেছেন, ‘গ্রেটা থুনবার্গ দেখিয়ে দিয়েছে যে তরুণরা চাইলে অনেক পরিবর্তন ঘটাতে পারে। আমরা যদি বাংলাদেশের তরুণদের প্রতি সমর্থন দিই তাহলে এখানেও অনেক গ্রেটা থুনবার্গের আবির্ভাব হবে।’ রবিবার (৬ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি আয়োজিত ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধারে তরুণদের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর পরিচালক ড. সালীমুল হক বলেন, পরিবেশ বা বাস্তুসংস্থান রক্ষায় দেশে আইন থাকলেও মানা হয় না। কয়েকজন মানুষের সুবিধার জন্য দেশের ক্ষতি হচ্ছে। তরুণদের উচিত তাদের আশপাশের পরিবেশ ধ্বংসের প্রতিটি বিষয় নজরে আনা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানকে জানানো। কারো অপেক্ষায় বসে না থেকে যার যার অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

ওয়েবিনারে অংশ নিয়ে আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুল বলেন, অর্থনৈতিক উন্নতির অজুহাতে বাস্তুসংস্থান ধ্বংস করা হলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে। আবার, শুধু বাস্তুসংস্থান রক্ষার কথা বললেও তা যুক্তিসঙ্গত হবে না। কারণ এর উপর নির্ভরশীল মানুষের চাহিদার কথাও ভাবতে হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে যদি ঐকমত্যে আনা যায়, তবেই এ ক্ষেত্রে সফল হওয়া যাবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন ও গবেষণা সংস্থার তরুণ কর্মীরা মতবিনিময় করেন এই ওয়েবিনারে। এসময় তরুণ গবেষক অনুশ্রী ঘোষ বলেন, চলনবিলের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করে সমৃদ্ধ এই বাস্তুসংস্থানের ক্ষতি করা হয়েছে। ভবিষ্যতে যেকোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে পরিবেশগত ক্ষতির বিষয়টি সমীক্ষা করার দাবি জানান তিনি।

ওয়েবিনারের জলবায়ু পরিবর্তন কর্মসূচির সভাপতি, ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল এবং ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, প্রকৃতি রক্ষায় লাভ ধারণার চেয়েও বেশি। তিনি জানান, বৈশ্বিক জিডিপির অর্ধেকই প্রকৃতির উপর নির্ভরশীল। বাস্তুসংস্থান পুনরুদ্ধারে প্রতি ১ ডলার বিনিয়োগ করলে ৩০ ডলার সমান সুবিধা পাওয়া যায়। দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য অর্জনেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বাস্তুসংস্থান পুনরুদ্ধার।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন