X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রাহকদের ক্ষতি ও রাজস্ব ফাঁকি, ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২১:৩৮আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৩৮

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিমা গ্রাহকদের মেয়াদী দাবি, মৃত্যু দাবি ও অন্যান্য পাওনাদি বাবদ এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৩৮ কোটি টাকা পরিশোধ না করা, বিমা গ্রাহকদের দেওয়া ১৪ কোটি ৯০ লক্ষ টাকা প্রিমিয়াম কর্তৃপক্ষের কাছে জমা না দেওয়া ও কোম্পানির অবসর ও অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধে অনিয়মের অভিযোগে প্রশাসক নিয়োগ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আর তাতে বেরিয়ে এসেছে অনিয়মের ফুলঝুরি।

ডেল্টা লাইফে উপ-পরিচালক মঞ্জুরে মওলা জানান, শেষ আয়-ব্যয়ের অডিট রিপোর্টে সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তার একক সিদ্ধান্তে নিয়ম বহির্ভূতভাবে ৩ কোটি ৬ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন, বিমা কোম্পানির লেনদেনে পাঁচ হাজার টাকা বা তদূর্ধ্ব অর্থ ক্রসড্ চেকের মাধ্যমে পরিশোধ করার নিয়ম পালন না করা ও বিমা গ্রাহকদের তহবিল থেকে ৪৭ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত নভেম্বরে এই কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তার পুনঃনিয়োগের প্রস্তাব নামঞ্জুর করে কোম্পানিকে জরিমানা করে এবং আরও অডিট করার সিদ্ধান্ত নেয়। কোম্পানির পরিচালনা পর্ষদ অডিট দলকে চরম অসহযোগিতা করলে বিধিবলে প্রশাসক নিয়োগের ব্যবস্থা নেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এরপরই বেরিয়ে আসে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০০৩ সাল থেকে আয়কর দেয়নি, আয়কর বিভাগের পত্রে ৩৩০ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৫৯৫ টাকা বকেয়ার উল্লেখ রয়েছে। এছাড়া, ২০১৩ থেকে ২০১৭ সালের মূসক বাবদ ১৬ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৯০৫ টাকা এবং ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত সুদ বাবদ ১৮ কেটি ৯২ লাখ ৬২ হাজার ৮২৮ টাকা পরিশোধ না করায় মামলা দায়ের করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কর্তৃপক্ষ।

মঞ্জুরে মওলা জানান, কোম্পানি পরিচালনা পর্ষদ গঠনে বিমা আইন, ২০১০-এর ৭৬ ধারা ভঙ্গ করে সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তার পরিবারের সদস্যদের ৪টি পরিচালকের পদ দিয়ে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি কোম্পানির প্রকৃত দায়-দেনা কম দেখিয়ে শেয়ার হোল্ডারদের অতিরিক্ত ডিভিডেন্ড প্রদান করে কোম্পানি ও পলিসি গ্রাহকগদের ক্ষতি করা ও প্রশাসক নিয়োগ বন্ধের অপচেষ্টায় ৯২ লাখ টাকা অস্বাভাবিক নগদ উত্তোলনের অভিযোগেরও তদন্ত চলছে।

 

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!