বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) একটি ফ্লাইটে নেপাল থেকে শিক্ষার্থীদের বাংলাদেশের আসার কথা রয়েছে। অন্যদিকে ভারত থেকে ছাত্ররা শুধু ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকতে পারবে। যারা শেষ বর্ষের ছাত্র যাদের এবং সামনে পরীক্ষা আছে তাদেরই ফেরার অনুমতি দেওয়া হয়েছে। সবক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, এটি আমাদের পক্ষ থেকে ভালো শুভেচ্ছার নিদর্শন। এরা শেষ বর্ষের ছাত্র, সামনে তাদের পরীক্ষা সামনে বলেই দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা সবার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবো।
উল্লেখ্য ভারতে কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশ তার সীমান্ত গত এপ্রিল থেকে বন্ধ রেখেছে। শুধুমাত্র বাংলাদেশি ও বিশেষ অনুমতিপ্রাপ্তদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।