X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির পর অন্য দৃশ্য, যেন কিছুই ঘটেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৭:৩৫আপডেট : ১১ জুন ২০২১, ১৭:৩৫

আবাহনী-মোহামেডানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাড়তি রোমাঞ্চ। মাঠের পারফরম্যান্সে সেই রোমাঞ্চ অতটা না ছড়ালেও বেশ কিছু বিতর্কিত ঘটনায় আলোচনায় প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি। সেখানে পক্ষ তিনটি- সাকিব আল হাসান, ফিল্ড আম্পায়ার ও খালেদ মাহমুদ সুজন। নানা বিতর্কের জন্ম দেওয়া ম্যাচের ভবিষ্যৎ কী, তা নিয়ে ছিল সংশয়। অথচ বৃষ্টি শেষে দেখা মিললো অন্য দৃশ্যের। ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছে তিন পক্ষই, যেন কিছুই হয়নি সাকিব-আম্পায়ার-সুজনদের মধ্যে।

বৃষ্টি কমার পর মাঠকর্মীরা মাঠ খেলার উপযুক্ত করতে ব্যস্ত হয়ে উঠেন। তখন মোহামেডান অধিনায়ক সাকিবকে দেখা যায় আবাহনীর ড্রেসিরুমের সামনে আবাহনীর ক্রিকেটারদের সঙ্গে। আবাহনীর ক্রিকেটার মোসাদ্দেক হোসেনকে জড়িয়ে ধরে খুনসুটি করতে দেখা যায় সাকিবকে। পাশে তখন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমও ছিলেন। তিনজন হাঁটতে হাঁটতে চলে যান উইকেটের দিকে।

কিছুক্ষণ পর মুশফিক চলে যান নিজেদের ড্রেসিংরুমের দিকে। সাকিব ক্রিজের সামনে আম্পায়ারদের সঙ্গে আলাপ করতে থাকেন। দেখা যাচ্ছিল আম্পায়ারদের সঙ্গে খুনসুটি করতেও। তারপর সাকিবও নিজেদের ড্রেসিংরুমের দিকে চলে যান।

এদিকে বৃষ্টির নামার পর মাঠ থেকে উঠে যেতে আবাহনীর দর্শকদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করেছিলেন সাকিব। আবাহনীর কোচ সুজন ভেবেছিলেন তাকে ইঙ্গিত করেই এমন কিছু করেছিলেন সাকিব। যে কারণে বাঁহাতি অলরাউন্ডারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটে যান সাবেক এই অধিনায়ক। তবে পরে সাকিব নাকি সুজনকে জানিয়েছেন, ইঙ্গিতটা আবাহনীর সমর্থকদের উদ্দেশ্যে ছিল। তারা সাকিবকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছিলেন বলেই মোহামেডান অধিনায়ক এমন কিছু করেছেন!

শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের পঞ্চম ও ষষ্ঠ ওভারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। পঞ্চম ওভারের শেষ বলে মুশফিককে আউট না দেওয়াতে সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে ১ বল বাকি থাকতে বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দেন ফিল্ড আম্পায়ার। তাতে ক্ষিপ হয়ে তিন স্টাম্প উপড়ে আছাড় মারেন সাকিব। এমন ঘটনার পর মাঠের বাইরেও বেশ কিছু সময় উত্তেজনা থাকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!