X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বৃষ্টির পর অন্য দৃশ্য, যেন কিছুই ঘটেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৭:৩৫আপডেট : ১১ জুন ২০২১, ১৭:৩৫

আবাহনী-মোহামেডানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাড়তি রোমাঞ্চ। মাঠের পারফরম্যান্সে সেই রোমাঞ্চ অতটা না ছড়ালেও বেশ কিছু বিতর্কিত ঘটনায় আলোচনায় প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি। সেখানে পক্ষ তিনটি- সাকিব আল হাসান, ফিল্ড আম্পায়ার ও খালেদ মাহমুদ সুজন। নানা বিতর্কের জন্ম দেওয়া ম্যাচের ভবিষ্যৎ কী, তা নিয়ে ছিল সংশয়। অথচ বৃষ্টি শেষে দেখা মিললো অন্য দৃশ্যের। ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছে তিন পক্ষই, যেন কিছুই হয়নি সাকিব-আম্পায়ার-সুজনদের মধ্যে।

বৃষ্টি কমার পর মাঠকর্মীরা মাঠ খেলার উপযুক্ত করতে ব্যস্ত হয়ে উঠেন। তখন মোহামেডান অধিনায়ক সাকিবকে দেখা যায় আবাহনীর ড্রেসিরুমের সামনে আবাহনীর ক্রিকেটারদের সঙ্গে। আবাহনীর ক্রিকেটার মোসাদ্দেক হোসেনকে জড়িয়ে ধরে খুনসুটি করতে দেখা যায় সাকিবকে। পাশে তখন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমও ছিলেন। তিনজন হাঁটতে হাঁটতে চলে যান উইকেটের দিকে।

কিছুক্ষণ পর মুশফিক চলে যান নিজেদের ড্রেসিংরুমের দিকে। সাকিব ক্রিজের সামনে আম্পায়ারদের সঙ্গে আলাপ করতে থাকেন। দেখা যাচ্ছিল আম্পায়ারদের সঙ্গে খুনসুটি করতেও। তারপর সাকিবও নিজেদের ড্রেসিংরুমের দিকে চলে যান।

এদিকে বৃষ্টির নামার পর মাঠ থেকে উঠে যেতে আবাহনীর দর্শকদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করেছিলেন সাকিব। আবাহনীর কোচ সুজন ভেবেছিলেন তাকে ইঙ্গিত করেই এমন কিছু করেছিলেন সাকিব। যে কারণে বাঁহাতি অলরাউন্ডারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটে যান সাবেক এই অধিনায়ক। তবে পরে সাকিব নাকি সুজনকে জানিয়েছেন, ইঙ্গিতটা আবাহনীর সমর্থকদের উদ্দেশ্যে ছিল। তারা সাকিবকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছিলেন বলেই মোহামেডান অধিনায়ক এমন কিছু করেছেন!

শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের পঞ্চম ও ষষ্ঠ ওভারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। পঞ্চম ওভারের শেষ বলে মুশফিককে আউট না দেওয়াতে সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে ১ বল বাকি থাকতে বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দেন ফিল্ড আম্পায়ার। তাতে ক্ষিপ হয়ে তিন স্টাম্প উপড়ে আছাড় মারেন সাকিব। এমন ঘটনার পর মাঠের বাইরেও বেশ কিছু সময় উত্তেজনা থাকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন