X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এত বিতর্কের পর জিতলো সাকিবের মোহামেডানই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৯:০৯আপডেট : ১১ জুন ২০২১, ১৯:৩৭

মাঠের উত্তেজনা ছাপিয়ে অক্রিকেটীয় ঘটনায় বিকাল থেকে আলোচনায় আবাহনী-মোহামেডান ম্যাচ। প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে বৃষ্টির আগে মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ভালো অবস্থানেই ছিল আবাহনী। কিন্তু বৃষ্টির পর ম্যাচের প্রভাবক হয়ে দাঁড়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি! তাতে নতুন লক্ষ্য নির্ধারণ হয় ৯ ওভারে ৭৬ রান। এরপর আর পারেনি মুশফিকরা। সাকিবের দল ম্যাচটি জিতে নেয় ৩১ রানে। মোহামেডানের এই জয়ে ৫ বছরের খরা কাটালো তারা। মোহামেডান সর্বশেষ জিতেছিল ২০১৫-১৬ মৌসুমে।  

টস জিতে আগে ব্যাট করে মোহামেডান ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন সাকিব। এছাড়া মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩০ রানের ইনিংস।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানে তিন উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় আবাহনী। সেখান থেকে মুশফিক-শান্তর জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা। ৫.৫ ওভারে বৃষ্টি নামলেও আবাহনীর রান ছিল ৩ উইকেটে ৩১। বৃষ্টি কমলে ৯ ওভারে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ৭৬। তার মানে ১৯ বলে ৪৫ করতে হতো আবাহনীকে। সেই লক্ষ্য আর পার করতে পারেনি মুশফিকের দল। ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি করতে পারে ৪৪ রান।

মোহামেডান এই ম্যাচে জয় পেলেও এর আগে তোলপাড় ফেলে দেয় সাকিবের একটি ঘটনা। শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের সময় মেজাজ হারিয়ে ফেলেছিলেন সাকিব। পঞ্চম ওভারের শেষ বলে মুশফিককে আউট না দেওয়ায় সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ