X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
পরীর পাশে জয়া

‘আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে’

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৪:৩৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৪৭

অসময়ে গাছের একটা পাতা পড়লেও দেশের তারকা শিল্পীরা ঝাঁপিয়ে পড়েন সোশ্যাল হ্যান্ডেলে। যদিও পরীমণির ঘটনায় সেই ধারাবাহিকতায় খানিক ভাটা পড়লো। প্রতিবাদ করছেন অনেকেই, তবে সেটি চোখের পড়ার মতো নয় বলেই দাবি করছেন বিশ্লেষকরা।

কারণ, এই প্রতিবাদের মিছিলে এখনও যুক্ত হয়নি দেশের উল্লেখযোগ্য তারকারা। তবে এরমধ্যে এবার ব্যতিক্রম জয়া আহসান। তিনি স্পষ্ট ভাষায় এমন ঘটনার প্রতিবাদ করেছেন। বিচার চেয়েছেন। বলেছেন, ‘পরীমণির ঘটনাটি জানার পর থেকে আমি কষ্ট পাচ্ছি।’

সোমবার (১৪ জুন) বেলা ১টার দিকে দুই বাংলার অন্যতম এই নায়িকা তার সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেন বিস্তর। তিনি বলেন, ‘পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।’

নারীদের এমন লাঞ্ছনার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়- এমন দাবি করে জয়া বলেন, ‘একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনও মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনও মানুষ, কোনও মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন-মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?’

আরও পড়ুন:

পরীমণি জানালেন ধর্ষণচেষ্টায় অভিযুক্তর নাম

আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়: পরীমনি

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন

ঘটনার পূর্ণ তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বেশ স্পষ্ট ভাষায় বলেন, ‘এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনও মেয়ে— তা সে যে–ই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

রবিবার (১৩ জুন) রাত ৮টার দিকে পরীমণি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল। এ বিষয়ে তিনি চারদিন আগে বনানী থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলেও থানা পুলিশ তা নেয়নি। এজন্য তিনি বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই দিন রাত ১০টার দিকে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরী জানান, এ ঘটনাটি ঘটে ৯ জুন ঢাকা বোট ক্লাবে। অভিযুক্তের নাম নাসির ইউ মাহমুদ। তিনি বোট ক্লাবের একজন পরিচালক এবং উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।

/এমএম/
সম্পর্কিত
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
জয়ার ‘ডিয়ার মা’, জানা গেল মুক্তির তারিখ
জয়ার ‘ডিয়ার মা’, জানা গেল মুক্তির তারিখ
ঢাকা টু কলকাতা: মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসছেন জয়া!
ঢাকা টু কলকাতা: মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসছেন জয়া!
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...