X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শান্ত-মুনিম ঝড় তুললেও হতাশ করলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৯:১২আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:১২

আগের ম্যাচেই খেলেছিলেন ৯২ রানের ঝড়ো ইনিংস। মুনিম শাহরিয়ারের সেই ঝড় শেখ জামাল ম্যাচেও চললো। আজ (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এই ওপেনার খেললেন ৭৪ রানের ইনিংস। তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর ঝড়ো হাফসেঞ্চুরির পর মেহেদী হাসানের তোপে বড় জয় পেয়েছে আবাহনী। বৃষ্টিবিঘ্নত ম্যাচ ডাকওয়ার্থ-লুইস মেথডে ঐতিহ্যবাহী ক্লাবটি জিতেছে ৪৯ রানে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুনিমের ৭৪ ও শান্তর ৬৫ রানে ভর করে আবাহনী ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করার পর শুরু হয় বৃষ্টি। ফলে ডাকওয়ার্থ-লুইস মেথডে শেখ জামালের লক্ষ্য ঠিক হয় ১৩ ওভারে ১৪৮। সেই লক্ষ্যে শেখ জামাল ৮ উইকেটে করতে পারে ৯৮ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী শুরুতে হারায় মোহাম্মদ নাঈমের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে মুনিম ও শান্ত দলকে নিয়ে যান বড় সংগ্রহে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুনিম ৪০ বলে করেন ৭৪ রান। ৯ চারের সঙ্গে ৩ ছক্কায় দেখার মতো এক ইনিংস খেলেন এই তরুণ। আর শান্ত ৪২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৫ রানে।

তাদের আলো ছড়ানো ম্যাচে হতাশ করেছেন মুশফিক। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ‍ফিরে যান আবাহনী অধিনায়ক। তবে মোসাদ্দেক হোসেন ১৫ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান।

শেখ জামালের এবাদত হোসেন, সালাউদ্দিন শাকিল, নাসির হোসেন ও জিয়াউর রহমান প্রত্যেকে নেন একটি করে উইকেট।

বৃষ্টিতে ১৩ ওভারে ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী বোলারদের সামনে দাঁড়াতে পারেনি শেখ জামালের ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন মেহেদী। এই পেসার ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। শেখ জামালের সর্বোচ্চ রান আসে মোহাম্মদ এনামুলের (২৯*) ব্যাট থেকে। অধিনায়ক নুরুল হাসান করেন ২২ রান। নাসির হোসেন আবারও ব্যর্থ। মাত্র ৬ রান করেছেন তিনি।

মেহেদীর সঙ্গে ঘূর্ণিজাদুতে ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি। আর একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও আমিনুল ইসলাম।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!