X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে বৈশ্বিক চিপ সংকট আরও গভীর হবে

দায়িদ হাসান মিলন
১৫ জুন ২০২১, ১১:৫৬আপডেট : ১৫ জুন ২০২১, ১১:৫৬

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে দেখা দেয় চিপ সংকট। এবার সেই সংকট আরও গভীর হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে এক বছর বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাসের নতুন ঢেউয়ে পড়েছে এশিয়া। অঞ্চলটির টিকাদান কর্মসূচিও এখনও প্রাথমিক পর্যায়ে। এই পরিস্থিতি বৈশ্বিক চিপ সরবরাহ চেইনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে।

চিপ বাজারজাতকরণের অন্যতম একটি কেন্দ্র তাইওয়ান। বর্তমানে সেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মে মাসের ১০ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত তাইওয়ানে করোনায় আক্রান্ত রোগী এক অঙ্ক থেকে তিন অঙ্কে পৌঁছেছে। অঞ্চলটিতে করোনায় মারা যাওয়া ৪১১ জনের মধ্যে বেশিরভাগই মারা গেছেন সাম্প্রতিক সময়ে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের অন্যতম বড় চিপ টেস্টিং ও প্যাকেজিং কোম্পানি হলো কিং ইউয়ান ইলেকট্রনিকস। এ মাসে প্রতিষ্ঠানটির দুই শতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আরও ২ হাজার কর্মীকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। চলমান পরিস্থিতিতে এ মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় এক-তৃতীয়াংশ কমে যাবে।

এছাড়া মালয়েশিয়ার চিপ বাজারজাতকারী প্রতিষ্ঠানেও পড়েছে করোনার প্রভাব। এরই মধ্যে দেশটির বেশকিছু কারখানায় উৎপাদনের গতি কমে এসেছে। মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন বলছে, লকডাউনের কারণে তাদের কার্যক্রম ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে।

বিভিন্ন পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২১ সাল জুড়েই থাকবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংকট। ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বেশিরভাগ ডিভাইস সংকট কাটবে বলেও প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী