X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২১:১১আপডেট : ১৫ জুন ২০২১, ২১:১৪

রাজধানীর মোহাম্মদপুরে মাহমুদুল হাসান (২৭) নামে এক যুবককে দিনে-দুপুরে কুপিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুন) বিকালে তাকে কুপিয়ে ফেলে গেছেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ওই যুবকের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলেও চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন বাচ্চু মিয়া।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে এক পথচারী উদ্ধার করে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল এবং সেখান থেকে ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান। ওই পথচারী আব্দুল আলিম পুলিশের একজন সদস্য। তিনি ধানমন্ডির (পিবিআই) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)।

পথচারী আব্দুল আলিম জানান, তিনি সে সময় ওই পথ দিয়ে সিভিল পোশাকে যাচ্ছিলেন। তিনি দেখতে পান এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তা পরে কাতরাচ্ছেন। বাঁচান বাঁচান বলে চিৎকারও করছিলেন তিনি। আশেপাশে অনেক লোকের সমাগম থাকলেও কেউ এগিয়ে আসছিল না। সবাই তাকিয়ে দেখছিল। পরে তিনিই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং আহতের কাছ থেকে নম্বর নিয়ে তার বোনকে সংবাদ দেন।

আহত মাহমুদুল হাসানের বড় বোন হাজেরা রহমান জানিয়েছেন, আদাবরের শেখেরটেক এলাকার ৭ নম্বর রোডের ৪২ নম্বর ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।তার বাবার নাম বজলুর রহমান সিরাজ। তাদের একটি গাড়ি মেরামতের ওর্য়াকসপ রয়েছে। সেখানে মাহমুদুল কাজ করতো। একই এলাকার পূর্ব পরিচিত হৃদয় নামে এক যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়সহ চার থেকে পাঁচজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের বিপরীতে আড়ং শপিং মল-এর পাশে ওয়াসা গেইটের সামনে ফেলে রেখে যায়।

তিনি জানান, পরে মোবাইল ফোনে খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানিয়েছেন, তারা ঘটনাস্থল আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেখানে দেখা গেছে, চারজন ছিল। তিনজন দৌড়ে যাচ্ছিলো, একজন তাদের পেছনে পেছনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতকদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন মাহমুদুল হাসানের অবস্থা আশংকাজনক।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!