X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

১৬ বছরের সম্পর্কের ইতি, রিয়াল ছাড়ছেন রামোস

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২১, ১১:০৩আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০৩

একটা সময় তাকে ছাড়া রিয়াল মাদ্রিদের কথা ভাবাই যেত না। ৬৭১টি ম্যাচে ডিফেন্ডার হয়েও গোল করেছেন ১০১টি, রয়েছে ২২টি ট্রফি। অপরিহার্য হয়ে ওঠা সেই সের্হিয়ো রামোসই ছেড়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ!

১৬ বছরের দীর্ঘ সম্পর্কটা যে ছিন্ন হতে যাচ্ছে, সেটি এরই মধ্যে জানিয়ে দিয়েছে রিয়াল। মূলত চুক্তি নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি বলেই এমনটি হচ্ছে। মার্কা বলেছে, রিয়াল মাদ্রিদ তাকে এক বছরের চুক্তি বৃদ্ধি ও ১০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু রামোস তাতে রাজি ছিলেন না।

রামোস এখন ফ্রি এজেন্ট হলেও সময়টা তার জন্য মোটেও ভালো নয়। মৌসুমটা মোটেও ভালো যায়নি তার। ফর্ম, ফিটনেসের অভাবে ইউরোর স্পেন দলেও জায়গা হয়নি।

অথচ এই রিয়ালেই নিজেকে প্রজন্মের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সাবেক রিয়াল স্ট্রাইকার মিজাতোভিচ যেমন বলেছেন, ‘রিয়ালের সর্বকালের সেরা ডিফেন্ডার হয়েই সে রিয়াল ছাড়ছে। এ নিয়ে কোনও সন্দেহ নেই।’

অবশ্য রিয়াল মাদ্রিদ তাকে খালি হাতে বিদায় দিচ্ছে না। সমঝোতা না হলেও বৃহস্পতিবার রামোসকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেবে স্প্যানিশ জায়ান্টরা। সঙ্গে থাকবেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

৩৫ বছর বয়সী রামোস রিয়ালে এসেছিলেন ২০০৫ সালে। ২৭ মিলিয়ন ইউরোয় তাকে সেভিয়া থেকে দলে ভেড়ানো হয়েছিল। ২০১৫ সালেও রামোসের একবার রিয়াল ছাড়ার গুঞ্জন উঠেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাকি সব কিছু পাকাপোক্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরে আর তেমন কিছু হয়নি। রিয়ালের আর্মব্যান্ড পড়েই দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে তার ৯৩ মিনিটের সমতাসূচক গোলের কারণেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার থেকে বেঁচে গিয়েছিল রিয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি পরে তারা জিতে নেয় ৪-১ গোলে। যে কারণে রিয়াল পূরণ করতে পেরেছিল ‘লা ডেসিমা’ খ্যাত দশম শিরোপা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন