X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:৩৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:৩৭

সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে বর্জ্য ব্যবস্থাপনার নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেয় সংগঠনটি।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, গত ঈদের আগ থেকে সিটি করপোরেশনের নামে শাসকদলের ছত্রচ্ছায়ায় ওয়ার্ড কাউন্সিলরের পোষা বাহিনীরা ফুটপাতে হকারদের উপর জুলুম-নির্যাতন-হুমকি-ধামকি দিয়ে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে ফুটপাত থেকে উচ্ছেদ, মারধর ও জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে।

তারা বলেন, সিটি করপোরেশনের নাম লিখে যে রসিদের মাধ্যমে দৈনিক প্রতি হকার থেকে ২০ টাকা করে চাঁদা নেওয়া হয়, সে বিষয়ে সিটি করপোরেশন নাকি কিছুই জানে না। সংগঠন থেকে আমরা সরকার বা সিটি করপোরেশনকে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে হকারদের নিকট থেকে টোল বা ট্যাক্স নেওয়ার জন্য অনেকবার প্রস্তাব দিয়েছি। এটা করা হলে ফুটপাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কিন্তু সরকার বা সিটি করপোরেশন এ প্রস্তাবে রাজি হয়নি।

সমাবেশে হকার নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চাঁদাবাজি বন্ধ না হলে এবং চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘেরাও করবে। একই সঙ্গে পুলিশের ডিসি অফিসও ঘেরাও করারও হুমকি দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর। বক্তব্য দেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি আবুল কামাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, কেন্দ্রীয় নেতা আফসার আলী, আনিচুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার, জিহাদ আরিফ প্রমুখ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ