X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গ্রিজমানের গোলে হার এড়ালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১, ২১:১৩আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৩৩

যেভাবে ফ্রান্স খেলছিল, তাতে করে তাদের বড় ব্যবধানে জেতার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমারা একের পর এক গোলের সুযোগ হেলায় হারিয়েছেন। আর এই ফাঁকে হাঙ্গেরি সুযোগ পেয়েই ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায়। ভাগ্য ভালো আতোঁয়া গ্রিজমান গোল পেলেন! বার্সেলোনা ফরোয়ার্ডের গোলটাতেই রক্ষা ফরাসিদের।

আজ (শনিবার) ইউরো চ্যাম্পিয়নশিপে ‘গ্রুপ অব ডেথে’ ফ্রান্স-হাঙ্গেরি ম্যাচটি ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে। ফলে ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফ্রান্স আপাতত শীর্ষে। সমান ম্যাচে হাঙ্গেরি প্রথম পয়েন্টের দেখা পেলো।

এমনিতে হাঙ্গেরির মাঠে ফ্রান্সের অতীত রেকর্ড সুখকর নয়। আট ম্যাচের মধ্যে ফ্রান্স একবারই জয় পেয়েছে, হেরেছে ৬টিতে! বাকি একটি ড্র। ১৯৯০ সালে হাঙ্গেরির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় এবারও ফ্রান্সকে জিততে দিলো না হাঙ্গেরি। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল দিদিয়ের দেশমের দল। আক্রমণও করেছে ঝড়ের বেগে। যেভাবে আক্রমণ হয়েছে, তাতে ৩ থেকে ৪টি গোল হতে পারতো। যদিও সুযোগ নষ্টে গোল পায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বেনজেমা-এমবাপ্পে-গ্রিজমানরা দুই প্রান্ত দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেও গোল পাচ্ছিলেন না। কোনও সময় নিজেদের ব্যর্থতায়। আবার কখনও গোলকিপার পিটার গুলাকসি তেকাঠির নিচে বড় বাধা হয়ে দাঁড়ান। ১৪ মিনিটে যেমন বক্সের বাইরে থেকে বেনজেমার শট গুলাকসি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন, ফিরতি বলে গ্রিজমানের শটও হাত দিয়ে প্রতিহত করেন লাইপজিগে খেলা এই গোলকিপার। তিন মিনিট পর লুকাস দিনিয়ের ক্রসে এমবাপ্পের হেড দূরের পোস্ট দিয়ে যায়।

২১ মিনিটে বেনজেমার লব থেকে এমবাপ্পের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়। ৩১ মিনিটে এমবাপ্পের পাসে বক্সের ভেতরে বেনজেমা ফাঁকায় গোলকিপারকে একা পেয়েও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। মিনিট দুয়েক পর এমবাপ্পের শট দূরের পোস্ট দিয়ে যায়।

ফ্রান্সের সুযোগ নষ্টের বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে হাঙ্গেরি এগিয়ে যায়। ধারার বিপরীতে উৎসবের ঢেউ ওঠে পুসকাস অ্যারেনার গ্যালারিতে। প্রতিপক্ষের এক ভুল পাস থেকে আতিলা ফিওলা বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন। ফরাসি গোলকিপার উগো লরি ডান দিকে ঝাঁপিয়ে পড়েও দলকে রক্ষা করতে পারেননি।

এক গোলে পিছিয়ে পড়ায় ফরাসিদের আক্রমণের ধার আরও বাড়ে। বদলি নেমে উসমান ডেম্বেলে দারুণ সুযোগ তৈরি করেছিলেন। ৫৯ মিনিটে এই বার্সা তারকার ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে! তবে ৬৬ মিনিটে ফ্রান্স হার এড়ায়। এমবাপ্পের কাটব্যাক থেকে গ্রিজমান কিছুটা দৌড়ে এসে গোল করে ম্যাচে সমতা ফেরান।

এরপর এমবাপ্পে-গ্রিজমানরা ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও সফল হতে পারেনি। ফলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউরোর ফেভারিট ফ্রান্সকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন