X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মুজিববর্ষের ঘর পেলেন তৃতীয় লিঙ্গের ১৫ জন

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ২১ জুন ২০২১, ১৯:৫৭

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর পেয়েছেন ময়মনসিংহের তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর মানুষরা। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় লিঙ্গের ১৫ জনকে জমি ও ঘর দেওয়া হয়েছে। রবিবার (২০ জুন) সকালে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের পর তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ সদর উপজেলা মিলনায়তনে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মো. এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্যায়ে জেলার মোট ৬৪৫ গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। উপজেলা ভিত্তিক ঘরের বরাদ্দ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় ৭৫, মুক্তাগাছায় ৪৫, ফুলবাড়িয়ায় ৭০, ত্রিশালে ৪০, ভালুকায় ৮০, গফরগাঁওয়ে ৭০, নান্দাইলে ১০, ঈশ্বরগঞ্জে ১০, গৌরীপুরে ২৫, তারাকান্দায় ৪০, ফুলপুরে ৩০, হালুয়াঘাটে ৪০ ও ধোবাউড়ায় ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। ময়মনসিংহ সদরের ৭৫টি ঘরের মধ্যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ১৫টি ঘর দেওয়া হয়েছে। তারা হলেন– আনিসুর রহমান তনু হিজড়া, শহিদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়া, রাজু মিয়া ওরফে বিজলী হিজড়া, মেহেদী হাসান ওরফে রাব্বি, এনামুল হক রাসেল ওরফে রাশি হিজড়া, ওয়াসিম, রজনী হিজড়া, আঁখি হিজড়া, সুপন দাস ওরফে স্বপ্না হিজড়া, কৃষ্ণা হিজড়া, লিপি হিজড়া, রানী হিজড়া, মজিদ ওরফে মর্জিনা হিজড়া, সোলেমান ওরফে তাজিনা হিজড়া ও রোদেলা হিজড়া।

দীর্ঘদিন পরে হলেও সরকারি ঘর বরাদ্দ পেয়ে দারুণ খুশি তৃতীয় লিঙ্গের মানুষরা। রজনী হিজড়া বলেন, ‘যেমন আমাদের পরিবার থেকেও নেই, তেমনি ছিল না কোনও ঘরবাড়ি। আমরা পরের বাড়িতে কোনও মতে ঘর ভাড়া নিয়ে কষ্ট করে জীবন কাটাতাম। অনেক বাড়িওয়ালা আমাদের ঘর ভাড়া দিতেও চাইতো না। অনেক সময় রাস্তায় কিংবা স্টেশনে রাত কাটাতে হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রথমে তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়ে সমাজে সম্মান দিয়েছেন। এরপর মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পে সরকারি জমি ও ঘর বরাদ্দ দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।’

হিজড়াদের সংগঠন সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি আনিসুর রহমান তনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর বরাদ্দ পেয়ে হিজড়া সমাজের ব্যক্তিরা খুবই খুশি। আস্তে আস্তে আমরা অধিকার আদায়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের দুঃখ-কষ্টের কথা বিবেচনায় এনে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক আমাদের জমি ও ঘর বরাদ্দের ব্যবস্থা করেছেন।’ এখনও যারা ঘরের বরাদ্দ পাননি তৃতীয় পর্যায়ের প্রকল্পে সেই সব হিজড়াদের বরাদ্দের আওতায় আনার দাবি করেছেন তিনি। 

জেলা প্রশাসক মো. এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, মুজিবর্ষ উপলক্ষে জেলার সব গৃহহীন পরিবারকে জমি ও ঘর বরাদ্দের আওতায় আনা হবে। ময়মনসিংহ জেলায় কোনও ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না। এই লক্ষ্যে বর্তমান সরকার প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, তৃতীয় লিঙ্গের হিজড়ারা এই সমাজেরই মানুষ। তাদের দ্বিতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্পে বরাদ্দের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও তাদের বরাদ্দের আওতায় আনা হবে। 

 

/এমএএ/
সম্পর্কিত
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু
অবৈধ ড্রেজিংয়ের ফলে ধসে পড়েছে গুচ্ছগ্রাম প্রকল্পের ১০ ঘর
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন