X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

৮৩ বছরের বৃদ্ধা যখন ফিটনেস আইকন

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২১, ১০:০০আপডেট : ২২ জুন ২০২১, ১০:০০

বয়স অনেকের কাছেই একটি সংখ্যা মাত্র। সেটিই বাস্তবে প্রমাণ করেছেন ভারতের চেন্নাইয়ের ৮৩ বছরের বৃদ্ধা কিরণ বাই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই বয়সেই শাড়ি পরে নিজ ঘরে ওয়েট লিফটিং করেন তিনি। যেন রীতিমতো একজন ফিটনেস আইকন।

কিরণ বাইয়ের নাতি সোশ্যাল মিডিয়ায় তার ঠাকুর মায়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সুইস প্রতিষ্ঠান এলিকো তাকে ভারোত্তোলন সামগ্রী উপহার দেয়।

এই বয়সেও দারুণ ফিট কিরণ বাই শৈশব থেকেই কাবাডি জাতীয় খেলার প্রতি বেশ আগ্রহী ছিলেন। গত বছর পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। ফলে ঠিকমতো হাঁটাচলা করতে দীর্ঘ সময় লেগেছে তার। আর কখনও হাঁটতে পারবেন কিনা; এমন আশঙ্কাও চেপে বসেছিল মনে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ বাই জানিয়েছেন, তার নাতি চিরাগ চর্দিয়া একজন জিম প্রশিক্ষক। এই নাতিই তাকে সারিয়ে তোলার পুরো দায়িত্ব নিয়েছিলেন। ঠাকুর মায়ের জন্য ওয়ার্কআউট পরিকল্পনা তৈরি করেন তিনি। পুরো বাড়িটিকে যেন একটি জিমে পরিণত করেন।

এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সপ্তাহে তিনবার ওয়েট লিফট করেন। একটি ওয়ার্কআউট দিয়ে শুরু হয় তার সেশন। এই বছর কিরণ বাই-এর ৮৩ তম জন্মদিনে তার নাতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে ২৫ কেজি ওজন তুলতে দেখা যায়।

সংবাদমাধ্যম দ্য এনডিটিভি জানিয়েছে, বিকাল ৪টায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিজের সপ্তম তলার বাসায় তিনি এক দফায় ব্যায়ামের প্রস্তুতি নেন। প্রথমে কিছু সময় ওয়ার্মআপ করেন। এরপর শুরু বাকি ব্যায়াম।

কিরণ বাই বলেন, ‘আমি খুব খুশি। ওয়ার্কআউট করে আমরা হাসিখুশি থাকতে পারি। বয়সের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।’

কিরণ বাই-এর নাতি চিরাগ চর্দিয়া বলেন, ‘আমরা সত্যিই খুশি যে, ভিডিওটি এতো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে। এটি মানুষকে আরও শক্তিশালী হতে অনুপ্রাণিত করছে। বিপুল সংখ্যক মানুষ জানতে চাইছেন আমরা কিভাবে এটি সম্ভব করেছি। তারা এ বিষয়ে সাহায্য ও পরামর্শ চাইছেন।’

এই ভিডিও যেন কিরণ বাই-কে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একজন তারকাতে পরিণত করেছে। এটাকে ঈশ্বরের অনুগ্রহ বলে মনে করেন তিনি। নাতিকে জড়িয়ে ধরে ছবির জন্য পোজ দিয়ে বললেন, ‘সে আমার কোচ।’ সূত্র: কলকাতা ২৪, দ্য এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই