X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৬ মিনিটের ঝলকে গ্রুপ সেরা বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২১, ০৩:৩১আপডেট : ২২ জুন ২০২১, ০৩:৩১

অধিকাংশ সময়ে খেলা হলো ফিনল্যান্ডের সীমানায়। সেই অনুযায়ী বেলজিয়ামের হেসে-খেলে ম্যাচ জেতার কথা। কিন্তু ফিনিশরা তা সহজে হতে দেয়নি। রক্ষণাত্মক মেজাজে খেলে ৭৩ মিনিট পর্যন্ত বেলজিয়ানদের আটকে রেখে ড্রয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে লুকাকু-হেজার্ডরা ঠিকই একপর্যায়ে গোল পেলো। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে ফিনিশরা এলোমেলো!

ইউরো চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে সোমবার (২১ জুন) রাতে নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

একই সময়ে হওয়া অন্য ম্যাচে ডেনমার্ক ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রাশিয়াকে। গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষে বেলজিয়াম ৯ ও ডেনমার্ক, রাশিয়া এবং ফিনল্যান্ড তিন পয়েন্ট করে পেয়েছে। তবে গোল পার্থক্যে (+১) ডেনমার্ক গ্রুপ রানার্সআপ হয়েছে।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বেলজিয়াম শুরু থেকে বল দখলে এগিয়ে। আক্রমণও কম হয়নি। কিন্তু প্রথমার্ধে কিছুতেই লক্ষ্যভেদ করা যায়নি। কোনও সময় ফরোয়ার্ডদের ব্যর্থতায়। আবার কোনও সময় ফিনিশদের জমাট রক্ষণের কারণে। এ ছাড়া গোলকিপার রাদেখিও খেলেছেন দুর্দান্ত।

২২ মিনিটে ব্রুইনার ক্রসে লুকাকু শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ৩৩ মিনিটে ত্রোসার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। চার মিনিটে লুকাকুর হেড গোলকিপার তালুবন্দি করেন।

৪২ মিনিটে তুখোড় শট গোলকিপার বা দিকে ঝাঁপিয়ে দলকে ম্যাচে রাখেন।

বিরতির পরও বেলজিয়ামের আক্রমণ অব্যাহত থাকে। ৬২ মিনিটে হেজার্ডের শট গোলকিপার ঝাঁপিয়ে রক্ষা করেন। তিন মিনিট পর ডি ব্রুইনার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাড়ানো পাসে লুকাকু গোলকিপারকে হারিয়ে দেন। ভিএআর দেখে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজেনি। তবে বেলজিয়ানদের অপেক্ষার প্রহর কেটেছে। ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়েছে।

৭৪ মিনিটে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায়। সতীর্থের কর্নার থেকে ভারমেলনের হেড পোস্টে লেগে গোলকিপারের রাদেখির হাত ছুঁয়ে গোললাইন অতিক্রম করে।

৮১ মিনিটে বেলজিয়ামের স্কোরলাইন ২-০ হয়। রোমেরো লুকাকু ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। এতেই ছিটকে যায় প্রথমবারের মতো ইউরোতে খেলতে আসা ফিনিশরা।

 

 

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা