X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আইসিডিডিআরবি,র গবেষণা পুরো দেশের চিত্র নয়: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২১:০৮আপডেট : ২৩ জুন ২০২১, ২১:১৪

রাজধানী ঢাকার বস্তি এবং বস্তি সংলগ্ন এলাকার প্রতি ১০০ জনের মধ্যে ৭১ জনের শরীরেই করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। চট্টগ্রামের বস্তি এলাকাগুলোতেও এই হার ৫৫ ভাগ। অর্থাৎ বস্তি এবং বস্তির আশপাশের এলাকার এই অধিবাসীরা কোনও না কোনও সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন অথবা সংস্পর্শে এসেছিলেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) তাদের এক গবেষণার ফলাফলে এ তথ্য জানিয়েছে।

তবে আইসিডিডিআর,বির এ গবেষণা দিয়ে পুরো দেশের চিত্র বলা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ বুধবার ( ২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিং এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

রোবেদ আমিন বলেন, আইসিডিডিআর,বি একটি গবেষণা প্রতিষ্ঠান। তারা ঢাকা এবং চট্টগ্রাম শহরের বস্তি এবং বস্তি সংলগ্ন এলাকায় গবেষণা করেছে। কিন্তু যখন কোনও এলাকা থেকে অল্প স্যাম্পল সেটা তিন হাজার, চার হাজার মানুষের বসবাস-সে দিয়ে একটি দেশের রিফ্লেকশন প্রথমেই বলা যাবে না।

একইসঙ্গে তিনি বলেন, অ্যান্টিবডি থাকা মানেই আমাদের হার্ড ইমিউনিটি হয়ে গেছে ৭১ ভাগ মানুষের-এই কথাটাও সঠিক নয়। একইসঙ্গে এই ৭১ শতাংশ মানুষের কারণে প্রটেকশন পেয়ে যাচ্ছেন কিনা-সেটাও বলা যাচ্ছে না। এই গবেষণার ভিত্তিতে হার্ড ইমিউনিটির বিষয়ে কিছু বলা যাবে না। যে যেভাবেই থাকবে, তাকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনও বিকল্প নেই।

বিমানবন্দরে না আসা পর্যন্ত ‘টিকা পেয়েছি’ বলার সুযোগ নেই

রোবেদ আমিন বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ( কোভিশিল্ড) সংকট রয়েছে গত কিছুদিন ধরে। যদিও এ ঘাটতি কেবল বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়েই। অনেকেই আশ্বাসের মধ্যে আমাদের রেখেছেন, কিন্তু যতক্ষণ না এয়ারপোর্টে টিকা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত টিকা পেয়েছি বলার কোনও সুযোগ নেই। শুধু আশ্বাস নিয়ে থাকলেই হচ্ছে না, আমাদের কিন্তু ব্যবস্থা করতে হচ্ছে চুক্তি ঠিকমতো হচ্ছে কিনা।

করোনা প্রতিরোধে অন্যতম পন্থা হচ্ছে ভ্যাকসিন জানিয়ে তিনি বলেন, টিকার সংকটের জন্য চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে স্বাস্থ্য অধিদফতর এবং মন্ত্রণালয়। যদি সময় মতো তাদের থেকে টিকা পাওয়া যায় এবং কোভ্যাক্স থেকে যে টিকা আসার কথা সেটি চলে আসে আমরা আশা করছি কয়েক মাসের ভেতরে টিকা সংকট থেকে উত্তীর্ণ হতে পারবো।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়