X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেরা ব্র্যান্ডের পুরস্কার পেলো এআইইউবি-আইসিই

প্রেস রিলিজ
২৩ জুন ২০২১, ২২:০২আপডেট : ২৩ জুন ২০২১, ২২:১১

শিক্ষা, গবেষণা ও শিক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতিস্বরূপ দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইনস্টিটিটিউট অব কন্টিনিউইং এডুকেশন (আইসিই)।

বুধবার (২৩ জুন) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নেলসন এবং ডেইলি স্টারের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) কর্তৃক আয়েজিত ‘১২তম সেরা ব্র্যান্ড পুরস্কার’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

করোনা মহামারির কারণে গত বছরের ৩০ ডিসেম্বর পুরস্কার প্রদানের এ মূল আয়োজনটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। পরে গত সোমবার (২১ জুন) পুরস্কারটি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এআইইউবি-র প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিনের হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় এআইইউবি-আইসিই’র ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর মনজুর এইচ খান এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ অপারেটিং অফিসার সজিব মাহবুবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে সাত হাজার গ্রাহকদের মাঝে জরিপ এবং তা যাচাই-বাছাই করে এ পুরস্কার প্রদান করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ৩৫টি ভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া সর্বোচ্চ ব্র্যান্ডের জন্য থাকে বিশেষ স্বীকৃতি।

প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা, গ্লোবাল টেক-জায়ান্ট মাইক্রোসফ্টের সাথে ডায়নামিকস একাডেমিক অ্যালায়েন্স এবং এসএপি বিশ্ববিদ্যালয়ের অধীনে গঠনমূলক সহযোগিতার বিষয়গুলোকে আমলে নিয়েই এবছর এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাতে আরও বলা হয়, বাংলাদেশে ২০০৮ সাল থেকে মাইক্রোসফট ৩৪৫-এর সাথে একসাথে বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করে আসছে এআইইউবি-আইসিই। এটিই দেশের একমাত্র ফোরটিনিট নেটওয়ার্ক সিকিউরিটি এবং এডাব্লিউএস একাডেমি। যার বিভিন্ন একাডেমিক সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে ১৫ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন লাভ করেছে।

/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত