X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করবেন কমলা হ্যারিস

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ০০:৫৩আপডেট : ২৪ জুন ২০২১, ০০:৫৩

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী শুক্রবার দক্ষিণাঞ্চলীয় এই সীমান্ত পরিদর্শনের কথা রয়েছে তারা।

দারিদ্র ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে কমলা হ্যারিসের মুখপাত্র সিমোন স্যান্ডার্স জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট টেক্সাসের এল পাসোতে যাবেন। হোমল্যান্ড সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

শরণার্থীদের ঢেউ সামাল দিতে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সীমান্ত পরিদর্শন না করায় এরইমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে কমলা হ্যারিস তার কূটনৈতিক মিশনের অংশ হিসেবে অভিবাসন বৃদ্ধির মূল কারণগুলোর সমাধানের লক্ষ্যে এ মাসের গোড়ার দিকে মেক্সিকো ও গুয়াতেমালা সফর করেন। এসব সফরে তিনি দেশগুলোর নেতাদের সঙ্গে অবৈধ অভিবাসন ঠেকানোর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

৭ জুন সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। মার্কিন সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

সফরে কমলা হ্যারিস বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়। সূত্র: সিএনবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ