X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় লকডাউন

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুন ২০২১, ১৯:৫৪আপডেট : ২৪ জুন ২০২১, ১৯:৫৪

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সাতক্ষীরায় চলমান লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাত ১২টায় তৃতীয় দফার লকডাউন শেষ হবে। এরপর শুরু হবে চতুর্থ দফার লকডাউন; যা আগামী ১ জুলাই রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, করোনার সংক্রমণ না কমায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিধিনিষেধ আগেরগুলো বহাল থাকবে।

এদিকে সাতক্ষীরায় লকডাউন দিয়েও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আটজন ও ক্লিনিকে একজনসহ নয়জনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

করোনার সংক্রমণ না কমার কারণ হিসেবে সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। শুধুমাত্র মাস্ক পরার মাধ্যমে করোনার সংক্রমণ অর্ধেকে নামিয়ে আনা যায়। পাশাপাশি এটাও বলা যায়, কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে। যে কারণে সংক্রমণ কমছে না। তবে করোনার সংক্রমণ বাড়ছেও না। একটা স্থিতিশীল অবস্থায় আছে। পিকটাইম চলে গেছে। লকডাউনের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ফল পাবো। এজন্য আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পারসন ডা. মানষ কুমার মন্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.০২ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় ৬৩ ও করোনার উপসর্গ নিয়ে ২৯৭ জনের মৃত্যু হয়েছে।

গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছিল। এরপর ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়। এরপরও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তৃতীয় দফায় ২৪ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বাড়ানো হয়। এবার চতুর্থ দফায় ১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হলো।

/এএম/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী