X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত করছে ব্রাজিল

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০৫:০৬আপডেট : ৩০ জুন ২০২১, ০৫:০৬

ভারতের কাছ থেকে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা (৩২ কোটি ৪০ লাখ ডলার) মূল্যের করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। চুক্তি স্বাক্ষরে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারত বায়োটেকের সঙ্গে এ্ই চুক্তি করে ব্রাজিল। ভারতীয় কোম্পানির উদ্ভাবিত কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তিটি বলসোনারোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে চুক্তিতে অনিয়মের অভিযোগ ফাঁস হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে প্রেসিডেন্টকে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

করোনা মহামারিতে ৫ লাখ মৃত্যুর পর এমনিতেই ব্রাজিলে বলসোনারোর জনপ্রিয়তায় ধস নেমেছে। সোমবার তিনি কোনও বেআইনি কাজের কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চুক্তিটি স্বাক্ষরে কোনও অনিয়ম সম্পর্কে তার ধারণা নেই। কিন্তু এই অভিযোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। বিশেষ করে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আগে এই অভিযোগ অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা জানান, তার মন্ত্রণালয় অভিযোগের বিষয়টি তদন্ত করবে। কেন্দ্রীয় কম্পট্রোলার সিজিইউ-এর প্রাথমিক পর্যালোচনায় কোনও অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু অনুবর্তিতার জন্য চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এক প্রতিবেদনে জানিয়েছিল, মন্ত্রণালয় চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

চুক্তিতে অনিয়মের অভিযোগে দেশটির ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। বিশেষ করে ভ্যাকসিনের উচ্চ মূল্য, দ্রুততার সঙ্গে চুক্তি সম্পাদন এবং অনুমোদনের আগেই চুক্তি স্বাক্ষরের কারণে সন্দেহ তৈরি হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!