X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভিসিশূন্য রাবি গুজব উৎপাদনের কারখানা?

তৌসিফ কাইয়ুম, রাবি
০৪ জুলাই ২০২১, ১০:০০আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের পদটি প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে। রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুলাই। সবার আগ্রহ, কে হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অভিভাবক নিয়ে সবার ভাবনা একই।

এ অবস্থায় নিয়মিত উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। এখানে রাতে কোনও এক শিক্ষকের নাম উল্লেখ করে চাউর হয় তিনি উপাচার্য হচ্ছেন। তবে তা সকাল হলে হাওয়ায় মিশে যায়। এখন ভিসিশূন্য ক্যাম্পাস যেন গুজব উৎপাদনের কারখানা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ০৬ মে ১৩৮ জন শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীকে নিয়োগ দিয়ে পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। ওই দিন সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। 

দুই মাস হতে চললেও এখনও নিয়োগ দেওয়া হয়নি উপাচার্য। তবে উপাচার্য নিয়াগ নিয়ে নিয়মিত গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি উপাচার্যের সঙ্গে যুক্ত হয়েছে উপ-উপাচার্য নিয়োগের গুজবও। এসব গুজব ছড়ানোর সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্নপর্যায়ের কর্মকর্তারা। বাদ যাননি ক্যাম্পাস সাংবাদিক ও শিক্ষকরা।

করোনা মহামারিতে ক্যাম্পাসের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও নিয়মিত খোলা থাকে পরিবহন মার্কেটের দু-একটি চায়ের দোকান। ফলে বিকাল হলে শিক্ষক-শিক্ষার্থীদের আড্ডা জমে সেখানে। চলে রাত পর্যন্ত।

পরিবহন মার্কেটের চা বিক্রেতা এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা দোকানে বসে ভিসি নিয়োগ নিয়ে গল্প করেন। ওই স্যার ভিসি হচ্ছেন। আগামীকাল যোগ দেবেন। কিন্তু দুই মাস হয়ে গেলো, এখনও ভিসি নিয়োগ হয়নি। শুধু শুধু গুজব ছড়ানো হয়।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিনিয়ত ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের গুজব ছড়িয়ে পড়ে। বিশ্বদ্যিালয়ের উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্নপর্যায়ের কর্মকতারা এই খবর ছড়ান। পরবর্তী সময়ে দেখা যায় এর কোনও ভিত্তি নেই। সাধারণত বুধবার ও রবিবার রাত কেন্দ্রিক এই গুজব বেশি ছড়ায়।

গুজববিরোধী ফোরামের সভাপতি রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গুজব ছড়ানোর সঙ্গে জড়িত। এখানে রাতের বেলা কোনও শিক্ষকের নাম উল্লেখ করে প্রচার করা হয় তিনি ভিসি হচ্ছেন। পরবর্তী সময়ে ওই শিক্ষকের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা হয়। 

তিনি আরও বলেন, ভিসি নিয়োগ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে এটি ক্যাম্পাস ও রাজশাহী কেন্দ্রিক। আমরা যতটুকু জেনেছি, মন্ত্রণালয় এখনও পর্যবেক্ষণ করছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে খোঁজখবর নিচ্ছে মন্ত্রণালয়। ক্যাম্পাসের যে সংকট তা সুন্দরভাবে সমাধান করতে পারবেন- এমন একজনকে উপাচার্য হিসেবে মন্ত্রণালয় নিয়োগ দেবে; এমনটাই প্রত্যাশা আমাদের।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া