X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাবার কম দেওয়ার অভিযোগে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর

যশোর প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ০২:৫১আপডেট : ১১ জুলাই ২০২১, ০২:৫১

কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে বন্দিরা। শনিবার (১০ জুলাই) রাতে এ ভাঙচুর চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা বন্দিদের অভিযোগ, কেন্দ্রে তাদের তিনবেলা ঠিকমতো খেতে দেওয়া হয় না। ভাত দেওয়া হয় হাফ প্লেট (অর্ধ প্লেট), রুটি দিলে দেয় এক পিস। তাছাড়া স্বজনরা এসে কেন্দ্রের সংশ্লিষ্টদের কাছে টাকা-পয়সা দিলেও সেগুলো মেরে দেওয়া হয়।

বন্দি রাকিব, সাব্বির, শাকিব প্রমুখ সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে, কেন্দ্রে থাকা কর্মকর্তাদের পোষ্য কিছু বন্দিকে দিয়ে নিরীহদের ওপর অত্যাচার চালানো হয়। এসব ঘটনার প্রতিবাদে সাধারণ বন্দিরা ভাঙচুর চালিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, শনিবার রাত ১০টা থেকে কেন্দ্রের বিক্ষুব্ধ বন্দিরা ভাঙচুর শুরু করে। রাত ১২টার পরও সেখানে ভাঙচুরের শব্দ শোনা গেছে। কেন্দ্রের বিভিন্ন কক্ষের দরজা, জানালা, চেয়ার, টেবিল, ফ্যান, থালাবাটি ভেঙে ফেলা হয়েছে।

জানতে চাইলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, বন্দিদের পক্ষ থেকে যেসব অভিযোগ দেওয়া হচ্ছে, তা ঠিক নয়। কেননা কেন্দ্রে তিনবেলায়ই ভাত দেওয়া হয়।

তবে কেন ভাঙচুর করছে- জবাবে তিনি বলেন, মূলত তারা চায়, সেখানে হাউজ সিনিয়র হিসেবে তাদের রাখা হোক। কিন্তু আগের এই প্র্যাকটিস (চর্চা) আমরা বন্ধ করে দিয়েছি। প্রতিনিয়ত আমরা তাদের খোঁজখবর নিয়ে থাকি। যদি হাউজ সিনিয়র হিসেবে কাউকে রাখা হয়, তাহলে তারা অন্যদের ওপর নির্যাতন করে। সেই ব্যবস্থা রহিত করায় মূলত হঠাৎ তারা ভাঙচুর করে।

এ পরিচালক বলেন, বন্দিরা দরজা, জানালা, টিভি, খাট, সিসিটিভিসহ আশপাশে যা কিছু পেয়েছে সবই ভেঙেছে। বাইরে ৫০/৬০ জন পুলিশ রয়েছে। কিন্তু এখনও (রাত পৌনে ১টা) কেন্দ্র অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

তিনি আরও বলেন, ৪/৫ মাস আগে টঙ্গী থেকে রাধা নামে এক বন্দি এখানে আসে। সেই মূলত এইসব অরাজকতা সৃষ্টি করছে।

এদিকে কেন্দ্রে ভাঙচুরের খবর পেয়ে সেখানে পুলিশের একাধিক টিম পৌঁছায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন।

কোতোয়ালী থানার ওসি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে। বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!