X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রথম দেশ হিসেবে দুটি ভিন্ন টিকার ডোজ প্রয়োগের ঘোষণা থাইল্যান্ডের

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ২০:৩০আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৩০

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভিন্ন দুটি টিকার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। নতুন এই টিকানীতি অনুসারে, যারা প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাকের টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। সোমবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে থাই স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ রোগ থেকে সুরক্ষার জন্যই এ ব্যবস্থা"।

এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা ও সিনোভ্যাক টিকার মিশ্রণ নিয়ে কোনও গবেষণা হয়নি। তবে অনেক দেশই ইতোমধ্যে টিকা গ্রহণের অংশ হিসেবে দুইটি ভিন্ন টিকার ডোজ প্রয়োগের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি বিপজ্জনক ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ও দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে তৃতীয় বুস্টার ডোজের কথা ভাবা হচ্ছে।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চীনের তৈরি সিনোভ্যাক টিকার দুই ডোজ নেওয়ার পরও থাইল্যান্ডের ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নার্স মারা গেছেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে ৬ লাখ ৭৭ হাজার স্বাস্থ্যকর্মী সিনোভ্যাকের পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন।   

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুসারে, চিলিতে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে সিনোভ্যাকের কার্যকারিতার হার ৬৫.৯ শতাংশ এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে এটি ৮৭.৫ শতাংশ কার্যকর। মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে এটির কার্যকারিতা ৮৬.৩ শতাংশ।

থাইল্যান্ডে গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ বাড়ছে। রবিবার রেকর্ড সংখ্যক ৯ হাজার ৪১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আগের দিন ৯১ জন মৃত্যু হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার এবং মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার ৮০০ মানুষের।

/এএ/
সম্পর্কিত
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!