X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে মৃত নারীকে গোসল করালেন ইউএনও

বগুড়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১৮:২৮আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:৩০

করোনার উপসর্গ নিয়ে মারা যান বগুড়ার সোনাতলার বাসিন্দা রিনা বেগম (৫৫)। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা গোসল করানোর জন্য আসেনি। পরে খবর পেয়ে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন বেশ কয়েক দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী রিনা বেগমের করোনার উপসর্গ ছিল। মঙ্গলবার শ্বাসকষ্ট বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল তিনটার দিকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে আনা হলে দাফনের গোসল করাতে কেউ রাজি হয়নি। অনেকে ভয়ে তাদের বাড়ির আশপাশেও আসেনি।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন করোনায় আক্রান্ত। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে তার স্ত্রী রিনা বেগম করোনা সন্দিগ্ধ। রিনা বেগমের মেয়ে জানান, গ্রামের কেউ তার মায়ের মরদেহ গোসলে রাজি হচ্ছে না। খবরটি জানতে পেরে ইউএনও সাদিয়া আফরিন, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, ওসি রেজাউল করিম, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন রাত ২টার দিকে মৃতের বাড়িতে যান। কেউ রাজি না হওয়ায় নির্বাহী কর্মকর্তা এক নারীর সহযোগিতায় গোসল করান। পরে তাদের অনুরোধে কয়েকজন গ্রামবাসী এলে জানাজা শেষে কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল দীর্ঘক্ষণ ফোন না ধরায় ওই নারী করোনা পজিটিভ না করোনা উপসর্গে মারা গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। 

ইউএনও সাদিয়া আফরিন সাংবাদিকদের জানান, মৃত ওই নারীকে গোসল করাতে কেউ রাজি হচ্ছিলেন না। তার স্বামী করোনায় আক্রান্ত। তিনি এক বৃদ্ধার সহযোগিতায় তাকে গোসল করিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী