X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কৌশলগত অংশীদার হলো ক্রাউডফান্ডলি ও অথল্যাব

রুশো রহমান
১৫ জুলাই ২০২১, ২১:৫০আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৫০

ক্রাউডফান্ডলির সঙ্গে নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হলো অথল্যাব। অথল্যাব মূলত ডিজিটাল প্রডাক্ট ও বিজনেস নিয়ে কাজ করে। ডাব্লিউপি ম্যানেজ নিনজা তাদের অন্যতম একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে তারা ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করে বিক্রি করে থাকে বিশ্ব বাজারে। সিলেটভিত্তিক এই প্রতিষ্ঠানটি দেশের প্রযুক্তি খাতেও ভূমিকা রাখছে।

ক্রাউডফান্ডলি একটি ক্লাউডভিত্তিক বিনিয়োগ সংগ্রহের প্ল্যাটফর্ম তৈরির প্রতিষ্ঠান। বিশেষভাবে ছোট ও মাঝারি পর্যায়ের অলাভজনক প্রতিষ্ঠানের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ডাব্লিউপি ডেভেলপার ও জুলস ল্যাবসের যৌথ উদ্যোগে ২০২০ সালে ক্রাউডফান্ডলি প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে ডাব্লিউপি ডেভেলপার, জুলস ল্যাবস ও অথল্যাবের সম্মিলিত স্ট্র্যাটেজিক সক্ষমতা কাজে লাগিয়ে ক্রাউডফান্ডলি আগামী দিনে নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

ডাব্লিউপি ডেভেলপার প্রায় ৮ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। ২৫টিরও বেশি সফটওয়্যার তৈরি করেছে, যার বর্তমান গ্রাহক সংখ্যা ৩০ লাখের বেশি। অপরদিকে জুলস ল্যাবস মূলত একটি সার্ভিসভিত্তিক কোম্পানি, যারা বড় পরিসরের সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে।

এদিকে অথল্যাব নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ক্রাউডফান্ডলির জন্য দারুণ একটি সংযোজন। তাদের ভেঞ্চার ডাব্লিউপি ম্যানেজ নিনজা’র মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে বেশ সাফল্যের সঙ্গে নিজস্ব একটি ইকো-সিস্টেম তৈরি করেছে।

পার্টনারশিপ ও বিনিয়োগের বিষয়ে ডাব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এবং ক্রাউডফান্ডলির সহ-প্রতিষ্ঠাতা এম. আসিফ রহমান বলেন, ‘আমরা অথল্যাবের সঙ্গে সংযুক্ত হতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি, আমাদের ক্রমবর্ধমান সম্প্রসারণের জন্য এই পার্টনারশিপ একটি যথাযথ ভূমিকা রাখবে।’

এ বিষয়ে ক্রাউডফান্ডলির প্রতিষ্ঠাতা ও জুলস ল্যাবস’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম বলেন, ‘অথল্যাবের সঙ্গে কাজ করার এই সুযোগটি পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা এই পার্টনারশিপকে কাজে লাগিয়ে ক্রাউডফান্ডলিকে গ্লোবাল মার্কেটে একটি ভালো পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

অথল্যাবের প্রতিষ্ঠাতা শাজাহান জুয়েল বলেন, ‘এই পার্টনারশিপের মাধ্যমে আমরা ক্রাউডফান্ডলিকে সেরা অনলাইন-ভিত্তিক ফান্ডরাইজিং সলিউশন হিসেবে তৈরি করতে পারবো।’

ক্রাউডফান্ডলি প্ল্যাটফর্ম হিসেবে উন্নতি করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ‘ভ্যালু’ যোগ করতে কাজ করছে। এজন্য ডাব্লিউপি ডেভেলপার, জুলস ল্যাবস ও অথল্যাবের সম্মিলিত পার্টনারশিপ একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের আশা।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!