X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সৌদি আরবে অবরুদ্ধ মালাকে দেশে ফিরিয়ে আনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৬:৪৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:৪৫

সৌদি আরবে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার ও অবরুদ্ধ মালাকে অবিলম্বে দেশে ফেরত আনার দাবি জানিয়েছে তার পরিবার। সোমবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান মালার মা ফাতেমা বেগম।

প্রতিবাদ সমাবেশে মালার মা ফাতেমা বেগম বলেন, ‘আমার মেয়ে সম্পূর্ণ বৈধভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেলেও সে সেখানে অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। রিক্রুটিং এজেন্সি আমার মেয়ের ওপরে নির্যাতনের কথা জানার পরেও তার খোঁজ নিতে গড়িমসি করে। আমি আমার মেয়েকে ফেরত চাই। সরকারের কাছে আমার আবেদন অবিলম্বে আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়া হোক।’

মালার বোন জুনু আক্তার বলেন, ‘‘গত ফেব্রুয়ারি মাসে মতিঝিলের ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাওয়ার পর তাকে হোটেলে আটকে রেখে মারধর করা হয় এবং প্রতিনিয়ত অনৈতিক কাজের জন্য চাপ প্রয়োগ করা হয়। এক সপ্তাহ পর গোপনে সে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং দেশে ফেরত নিয়ে আসার জন্য বলে। রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানালে তারা কালক্ষেপণ করে। দালাল বাপ্পিকে জানালে সে বলে ‘ওখানে থাকতে চায় না বলেই অভিযোগ করছে। তারপরও দেশে ফেরত আনতে হলে ৩ লাখ টাকা দিতে হবে।’ এই দলাল আমার বোনকে সৌদি আরবে কাজে পাঠানোর উদ্দেশ্যে আগেও ৩ লাখ টাকা নিয়েছে।’’

তিনি বলেন,  ‘এ ঘটনায় নারায়ণগঞ্জে একটি মামলা করা হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে মালাকে দেশে ফিরিয়ে আনা হোক।’ 

সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিক নির্যাতনের হার দিন দিন বাড়ছে। অথচ সরকারি প্রতিষ্ঠানগুলোর এখনও কোনও টনক নড়ছে না। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিচার পায় না ভিকটিম, কিংবা ভিকটিমের পরিবার। গত বছর পর্যন্ত পাঁচ বছরের রিপোর্ট অনুযায়ী, পাঁচশ’র বেশি নারী লাশ হয়ে ফিরেছে।  নির্যাতনের শিকার হয়েছে আরও অনেক নারী। সরকার, রিক্রুটিং এজেন্সি, কিংবা সংশ্লিষ্টরা  এসব ক্ষেত্রে সব দায় ভুক্তভোগীর ওপরে ছেড়ে দেয়। মালাদের পরিবার মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মালা নির্যাতনের শিকার, অথচ রিক্রুটিং এজেন্সি বলছে, তারা ছলনা করছে। আমরা অবিলম্বে মালাকে দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি এবং মানবপাচারের অপরাধে যারা মালাসহ আরও হাজার হাজার নারীর সঙ্গে প্রতারণা করেছে, তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন