X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফরাসি সৌরভ নিয়ে ঢাকায় ফিরলেন সাদ-বাঁধনরা

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৩:৪২আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:১৫

৬ থেকে ১৭ জুলাই; ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য আগ্রহের সময় ছিল এ ক’দিন। কারণটা ‘রেহানা মরিয়ম নূর’। আজমেরী হক বাঁধন অভিনীত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এ নির্মাণ ফরাসি উপকূলে স্নিগ্ধতা ছড়িয়েছে। আর সবকিছু শেষে ভালোবাসার সৌরভ নিয়ে দেশে ফিরলো পুরো টিম। 

আজ (২০ জুলাই) ভোরে ঢাকায় নেমেছেন তারা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অভিনেত্রী বাঁধন। 
প্যারিস হয়ে রওনা দেওয়ার আগে তিনি জানান, পুরো টিমসহ তারা দেশে ফিরছেন। কানে পুরো টিম

দলে ছিলেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ-প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

‘রেহানা মরিয়ম নূর’ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে অফিসিয়ালি মনোনয়ন পেয়েছিল। তবে পায়নি কোনও পুরস্কার।
পুরো সফর নিয়ে বাঁধনের অভিব্যক্তিটা এমন- ‘আমরা যেদিন প্রথম শুনেছিলাম আমাদের ছবি কানে প্রিমিয়ারের জন্য অফিসিয়ালি মনোনীত হয়েছে, সেদিনই আমরা সর্বোচ্চ সম্মানিত বোধ করেছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী আমরা যে সমর্থন পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। যেকোনও পুরস্কারই হয়তো ভালো লাগার, কিন্তু আমাদের যে জার্নি হলো তা পুরস্কারের চেয়েও বেশি।’

ছবি প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশন পায় পুরো টিম। আবেগে কেঁদে ফেলেন বাঁধন

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থল ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি। আইফেল টাওয়ারের সামনে বাঁধন

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া