X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেড় লাখ টাকাসহ তুরাগ তীরে অচেতন গরু ব্যবসায়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৭:১১আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:১৩

গাবতলীর আমিনবাজারে তুরাগ নদীর তীরে অচেতন হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় তারা দেখতে পান অনেক টাকা রয়েছে অচেতন ব্যক্তির কাছে। উপস্থিত লোকজনকে নিয়ে গুনে দেখেন দেড় লাখ টাকা। এরপর তাকে পুলিশের অস্থায়ী ক্যাম্পে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর জানা যায়, তার নাম কোব্বাত আলী। তিনি একজন গরু ব্যবসায়ী। তার বাড়ি মানিকগঞ্জে।

বুধবার (২১ জুলাই) বিকালে ডিএমপি’র ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২০ জুলাই) বিকালে আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এএসআই জয়নাল। তিনি খবর পান, আমিনবাজার ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি নদীর তীরের রাস্তায় পড়ে আছেন। এএসআই তাৎক্ষণিক ফোর্সসহ সেখানে যান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে দেখতে পান। যিনি বারবার বিড়বিড় করে কথা বলছিলেন, তবে তা স্পষ্ট না। এএসআই জয়নাল দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেন।

কিছু সময় পর জ্ঞান ফিরলে তিনি তার নাম মো. কোব্বাত আলী বলে জানান। তার বাবার নাম মো. সওদাগর। গ্রামের বাড়ি মানিকগঞ্জের দরদগ্রামে। তিনি গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং তার কাছে এক লাখ ৬৮ হাজার ৫০০ টাকা আছে বলে জানান। এএসআই জয়নাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে টাকা গণনা করেন।

পরে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে মাইকিং করা হলে তার মেয়ের জামাই মো. মোখলেস সেখানে আসেন। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে ওই টাকা বুঝিয়ে দেন।

এএসআই জয়নালের তৎপরতায় সুরক্ষা পায় গরু ব্যবসায়ী কোব্বাত আলীর টাকা ও জীবন।

 

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!